শান্তিগঞ্জের ডুংরিয়া গ্রামে আদালতের রায় অমান্য করে ঘর নির্মাণ করছে প্রভাবশালীরা
শামীম আহমদ তালুকদার
সত্যবাণী
সুনামগঞ্জ থেকেঃ সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের ডুংরিয়া গ্রামে আদালতের রায় অমান্য করে ঘর নির্মাণ করছে মৃত সোনা মিয়ার ছেলে আব্দুল কাদির, ছায়াদ মিয়া ও ছবিসহ একটি প্রভাবশালী সিন্ডিকেট। জানাযায়, ডুংরিয়া মৌজার জে এল নং ১৯৯, আর এস দাগ নং ১২০৪ এর বসতভিটা উপর স্বত্ব মামলা দায়ের করেন ডুংরিয়া গ্রামের ছমির আলী। এ মামলার রায়ের প্রেক্ষিতে গত ২২ মার্চ ২০২৩ ইং তারিখে প্রশাসন বসতভিটার ঘর ভেঙ্গে দিয়ে লাল পতাকা সাঁটিয়ে দেয়। উল্লেখিত বসতভিটায় আদালতের রায়কে উপেক্ষা করে আবারো ঘর নির্মাণ কাজ অব্যাহত রেখেছেন আব্দুল কাদি,েছায়াদ আলীগংরা নির্মাণ কাজে বাধা দিলে বিবাদীগন হুমকি প্রদর্শন করে। আদালতের রায় অমান্যকারীরা হলেন রোকিয়া বেগম, মৃত খালেদ মিয়ার স্ত্রী সামছুন নাহার, উজ্জল, জাবের, আনোয়ার, ছায়াদ মিয়ার ছেলে কামরুল, মৃত আসক আলীর ছেলে শহিদুল, কামাল, জামাল।এ ব্যাপারে শান্তিগঞ্জ থানার ওসি মো. খালেদ চৌধুরী জানান,যারাই আদালতের রায়কে অমান্য করে পূণরায় ঘর নির্মাণ করার চেষ্টা করবেন তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।