শান্তিগঞ্জের সদরপুরে দৃষ্টিনন্দন ব্রীজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন পরিকল্পনামন্ত্রী মান্নান

শামীম আহমদ তালুকদার
সত্যবাণী

সুনামগঞ্জ থেকেঃ পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, এই ব্রীজ এই সড়ক আমাদের জীবনের এবং পরবর্তী প্রজন্মের ছেলেমেয়ের পথ সুগম করবে। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা সুনামগঞ্জ জেলার স্কুল কলেজ, বিশ^বিদ্যালয় এবং বঙ্গবন্ধু মেডিকেল বিশ^বিদ্যালয় স্থাপন করে দিয়েছেন যা স্বাধীনতা পরবর্তী কোন সরকারের আমলেই সম্ভব হয়নি। তিনি আরো বলেন এই বিশ^বিদ্যালয়ে রংপুর থেকে শুরু করে দেশের বিভিন্ন জেলার ছেলেমেয়েরা এসে লেখাপড়া করবে। তিনি এই জেলায় যারা অভিভাবক আছেন তাদের দৃষ্টি আকর্যন করে আরো বলেন আপনাদের নিজের ছেলেমেয়েদের স্কুল কলেজ ও বিশ^বিদ্যালয়ে পাঠান লেখাপড়ার দিকে নজর দিয়ে সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার আহবান জানান।শনিবার দুপুরে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার সদরপুরে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ৫১ কোটি ৮৬ লক্ষ টাকা ব্যয়ে ৫০ কিলোমিটারের রাস্তার মাঝখানে দৃষ্টিনন্দন ‘সদরপুর’ সেতু নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপণ পরবর্তী এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী আলহাজ¦ এম এ মান্নান এসব কথা বলেন।জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সড়ক ও জনপথ বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (সিলেট জোন) মো: ফজলে রাব্বী।এ সময় উপস্থিত ছিলেন তত্তাবধায়ক প্রকৌশলী (সড়ক সার্কেল সিলেট) উৎপল সামন্ত, পুলিশ সুপার মো: এহসান শাহ, সুনামগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম প্রাং, পরিকল্পনামন্ত্রীর পুত্র শাদাত মান্নান অভি,শান্তিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাসনাত হোসাইন,উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক নুর হোসেন জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন প্রমুখ।

You might also like