শাবির নির্মাণাধীন ভবনের ৯ম তলা থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট থেকেঃ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) নির্মাণাধীন ভবন থেকে অসতর্কতায় নিচে পড়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। ২২ জুলাই শনিবার বেলা ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের ড. এমএ ওয়াজেদ মিয়া আইসিটি ভবনের বর্ধিতাংশের নির্মাণকাজ করার সময় এ ঘটনা ঘটে। নিহত আরিফুল ইসলাম (১৯) কুড়িগ্রাম সদর উপজেলার জাফর বিডা গ্রামের মো. মাহাবুলের ছেলে। সকালে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. কামরুজ্জামান চৌধুরী।
শাবি থেকে সংবাদদাতা জানান, ভবনটির ৯ম তলার পশ্চিম পাশে দেয়ালের কার্নিশে সকাল থেকেই কাজ করছিলেন আরিফুল। বেলা ১০টার দিকে সেখান থেকে হঠাৎ করে মাটিতে পড়ে যান তিনি। ৫ম তলায় থাকা টিনের ছাউনিতে প্রথমে ধাক্কা লেগে তা ভেদ করে মাটিতে পড়েন এই শ্রমিক৷ এ সময় তিনি চোখে ও মাথায় আঘাত পেলে আশপাশের লোকজন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ওই শ্রমিকের পরিবারের সঙ্গে কথা বলেছেন। আইনানুগ প্রক্রিয়া শেষ হলে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং সেকশন ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স এসএবিইএল এন্ড বিবিএল (জেভি)’র সঙ্গে কথা বলে ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে।

You might also like