শাবির ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত শুরু হলো নতুন নিয়ম
চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী
সিলেট থেকেঃ সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ দেশের ২০টি বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষা আগামী ৩০ জুলাই থেকে শুরু হবে। গত ৩০মে সোমবার রাতে ভার্চুয়ালি আয়োজিত গুচ্ছভর্তি পরীক্ষা বিষয়ক কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এবার আবেদন ফি বাড়ানো হয়েছে।পরীক্ষার তারিখ নির্ধারণের বিষয়ে জানানো হয়, আগামী ৩০ জুলাই ‘ক’ ইউনিট, ১৩ আগস্ট ‘খ’ ইউনিট ও ২০ আগস্ট (সম্ভাব্য তারিখ) ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।এবারের ভর্তি পরীক্ষায় ভর্তিচ্ছুদের দ্বিতীয় ধাপে আবেদন করতে হবে না। ভর্তি কার্যক্রমের সবকিছু পরিচালনা করা হবে কেন্দ্রীয়ভাবে।ভর্তি পরীক্ষায় আবেদন ফি’ ১ হাজার ৫শ’ টাকা নির্ধারণ করা হয়েছে। আগে আবেদন ফি’ ছিল ১২শ’ টাকা। তবে শিক্ষার্থীরা শুধু একবারই ফি’ পরিশোধ করবে।
১০০ নম্বরের ভর্তি পরীক্ষা হবে। তন্মধ্যে পাস করতে হলে পেতে হবে ৩০ নম্বর।
গুচ্ছভুক্ত ২০টি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হলো, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয় ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়।এই তালিকায় রয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
প্রসঙ্গত গত, ৮ এপ্রিল বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের এক সভায় ৩ সেপ্টেম্বর থেকে ভর্তি পরীক্ষা শুরুর সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু এবারের সভায় তা পরিবর্তন করা হয়েছে।