শাল্লা হামলার প্রতিবাদে মানববন্ধন
আনসার আহমেদ উল্লাহ
কন্ট্রিবিউটিং এডিটর,সত্যবাণী
লন্ডনঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ১৭ ই মার্চ, এ মহান দিনে সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁওএ কতিপয় মৌলবাদী গোষ্ঠী, মসজিদের মাইকে ঘোষনা দিয়ে সংগঠিত হয়ে ৭১ সালের পাকিস্থানী বাহিনীর কায়দায় হিন্দু সংখ্যালঘুদের আটটি উপাসনালয় সহ শতাধিক বসতবাড়ী বিধ্বস্ত, নারী শিশুদের লান্ছিত ও সহায় সম্পত্তি লুটপাট করে।
এই বর্বরোচিত হামলার প্রতিবাদে যুক্তরাজ্যস্থ বাংলাদেশী প্রগতিশীল সচেতন নাগরিকবৃন্দের স্বতস্ফূর্ত অংশগ্রহনে পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কে সম্প্রতি এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধন থেকে শাল্লায় সংগঠিত হামলায় জড়িত মৌলবাদীদের দৃষ্টান্তমূলক শাস্তি, হামলার উসকানী দাতা হেফাজতে ইসলামের মাওলানা বাবুনগরী, মামুনুল হক গংদের আইনের আওতায় আনা, বাংলাদেশে ধর্মীয় রাজনীতি বন্ধ, সংখ্যালঘু নির্যাতন রোধে আইন করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দাবী জানানো হয়। পাশাপাশি বাংলাদেশসহ সারাবিশ্বের সকল মানবতাবাদী ও প্রগতিশীল মানুষকে বাংলাদেশের নির্যাতিত সংখ্যালঘুদের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, সেক্যুলার বাংলাদেশ মুভমেন্টের সমন্বয়কারী পুষ্পিতা দাশগুপ্তা, সাবেক ছাত্রনেতা নবারুণ দাস রিপন, কলামিষ্ট অর্জুন মান্না, অতীশ সাহা, সমাজকর্মী অলক দাস, শুভাশিস রবিন, সুরন্জিৎ দাস সঞ্জু, অনলাইন এক্টিভিস্ট সুমন দেবনাথ, রাজিব তালুকদার, সোমা চৌধুরী, মোহিত লাল দত্ত, রবীন্দ্র চন্দ্র বর্মন, অনাঘ রায়, সৌরভ দত্ত, অনন্ত সূত্র ধর, সুশান্ত দাস, সোশাল অ্যাক্টিভিস্ট বিপ্রতোষ সোম ও অজিত দাশ প্রমুখ ।