শাহজালাল (রহ.)’এর মাজারে ২ দিনব্যাপী ৭০৪ তম ওরশ শুরু

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট থেকেঃ সিলেটে হজরত শাহজালাল (রহ.)’র ৭০৪ তম বার্ষিক ওরশ শুরু হয়েছে। গিলাফ ছড়ানোর মাধ্যমে ২ দিনব্যাপী ওরশ শুরু হয়েছে ৯ জুন শুক্রবার সকালে। শেষ হবে ১০ জুন শনিবার ভোররাতে।প্রতি চন্দ্রবছরের ১৯ ও ২০ জিলকদ ২ দিনব্যাপী হজরত শাহজালাল (রহ.)’র বার্ষিক ওরশ অনুষ্ঠিত হয়। রীতি অনুযায়ী শুক্রবার সকালে পবিত্র গিলাফ ছড়ানোর মাধ্যমে ওরশের মূল আনুষ্ঠানিকতা শুরু করেন দরগাহ-ই শাহজালাল (রহ.) মাজার কর্তৃপক্ষ। শনিবার ভোররাতে অনুষ্ঠিত হবে আখেরি মোনাজাত এবং এর পর পরই শিরনি বিতরণের মাধ্যমে সমাপ্ত হয়ে ২ দিনব্যাপী ওরশের কার্যক্রম।শুক্রবার সকালে সরেজমিনে গিয়ে দেখা গেছে, ওরশ উপলক্ষে দেশের বিভিন্ন স্থান থেকে ভক্ত-আশেকানরা জড়ো হয়েছেন। শাহজালাল (রহ.)’র শানে বিভিন্ন গান ও গজল গেয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকেও মাজারে আসছেন ভক্ত-আশেকানরা। অসংখ্য অনুরাগী শামিয়ানা টাঙিয়ে আস্তানা তৈরী করে দলে দলে অবস্থান করছেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা অনেক শিল্পী গোষ্ঠীও ভক্তিমূলক গানের জলসা বসিয়েছেন মাজার প্রাঙ্গনে। এছাড়াও শান্তিপূর্ণভাবে ওরশ সম্পন্ন করতে প্রশাসন এবং মাজার কর্তৃপক্ষ নিয়েছে বিভিন্ন পদক্ষেপ।ওরশের সার্বিক নিরাপত্তায় নেয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা। দরগাহ এলাকায় বসানো হয়েছে অত্যাধুনিক সিসি ক্যামেরা এবং মাজারের প্রত্যেকটি প্রবেশদ্বারে রয়েছে বাড়তি পুলিশি নিরাপত্তা। এমনটাই জানিয়েছেন সংশ্লিষ্টরা।

উল্লেখ্য, ইসলাম প্রচারের জন্য হযরত শাহজালাল (রহ.) ১৩০৩ খ্রিস্টাব্দে ৩৬০ সফরসঙ্গী নিয়ে সিলেট আসেন। ১৩৪৬ খ্রিস্টাব্দের ১৯ জিলকদ তিনি ইন্তেকাল করেন। সিলেটে তিনি যে টিলায় বসবাস করতেন, সেখানেই তাঁকে দাফন করা হয়। তাঁর কবরকে ঘিরেই পরে গড়ে উঠেছে মাজার।

You might also like