শিক্ষার প্রসারে এবং শিক্ষার্থীদের অনুপ্রেরণা দিতে সকলকে এগিয়ে আসার আহ্বান

শামীম আহমদ তালুকদার
সত্যবাণী

সুনামগঞ্জ থেকেঃ সমাজের সুবিধা বঞ্চিত দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা প্রদান করার লক্ষ্যে গঠিত শিক্ষামূলক স্বেচ্ছাসেবী সংগঠন “প্রজন্মের সেতুবন্ধন সিলেট ” এর সাধারণ সভায় বক্তারা বলেছেন,শিক্ষায় উন্নতি না ঘটালে সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়।সমাজে যারা আর্থিক দৈন্যতায় শিক্ষার ক্ষেত্রে পিছিয়ে আছে তাদেরকে সহায়তা প্রদানে এবং শিক্ষার্থীদের অনুপ্রেরণা দিতে কার্যকর উদ্যোগ নেয়াই প্রজন্মের সেতুবন্ধন-এর মূল লক্ষ্য। এজন্য বক্তারা সচেতন সংশ্লিষ্ট সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।

আজ ২২ এপ্রিল/২২ সকাল সাড়ে এগারোটায় বটেশ্বরস্থ গ্রীণহিল একাডেমীর হলরুমে অনুষ্ঠিত এই সাধারণ সভায় সভাপতিত্ব করেন সংঠনেরসভাপতি বীর মুক্তিযোদ্ধা শ্রী সুখময় বিশ্বাস যাদব। সাধারণ সম্পাদক, শিক্ষক-সংগঠক ক্ষিতীশ সরকারের সঞ্চালনায় সভায় মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা- বিশিষ্ট কবি,সংগঠক, লিটল ম্যাগ.ভাস্কর সম্পাদক ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পুলিন রায়।সভায় উপস্থিত বক্তাগণ আগামী জুন/২০২২ এ সংগঠনের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী জাঁকজমকভাবে উদযাপনের লক্ষ্যে কতিপয় গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করেন এবং আগামী ০৬/০৫/২০২২ খ্রিস্টাব্দ রোজ শুক্রবার পরবর্তী সাধারণ সভা আহ্বান করার মতামত আরোপ করেন।সভায় বক্তব্য রাখেন জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ এর পদার্থ বিজ্ঞানের অধ্যাপক স্বপন কুমার বিশ্বাস, কানাইঘাট সরকারি কলেজের সহকারি অধ্যাপক বীনা সরকার, সরকারি কারিগরি কলেজের ইনস্ট্রাক্টর নিহার রঞ্জন রায়, ডাক্তার বিমল সরকার ইমন, কোষাধ্যক্ষ রাখাল সরকার, লক্ষণ রায় কাজল, শিক্ষা বিষয়ক সম্পাদক বিজিত সরকার, বিশিষ্ট ব্যবসায়ী বিদ্যুত বিশ্বাস, ধনঞ্জয় সরকার, শিক্ষক গীতা সরকার, তরুণ সংগঠক সজল সরকার, স্বপন সরকার, ব্যবসায়ী স্বপন সমাজপতি, অজয় বিশ্বাস, ছাত্র অমিত বিশ্বাস প্রমুখ।

You might also like