শীতে দ্রুত সহযোগিতা দিতে মিত্রদের প্রতি আহ্বান ইউক্রেনের

নিউজ ডেস্ক
সত্যবাণী

বুখারেস্ট: ইউক্রেন অস্ত্র সরবরাহ এবং ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ গ্রিড পুনরুদ্ধারে সহযোগিতা আরো দ্রুত করতে ন্যাটো সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছে।পশ্চিমা মিত্ররা রুশ হামলার প্রেক্ষিতে শীতে কিয়েভকে সহযোগিতা জোরদারের অঙ্গীকার করার প্রেক্ষিতে ইউক্রেন মঙ্গলবার এ আহ্বান জানায়। মস্কো ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামোর ওপর একের পর এক হামলা চালানোয় দেশটির লাখ লাখ লোককে বিদ্যুৎহীন অবস্থায় থাকতে হচ্ছে।ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা খুব দ্রত অস্ত্র বিশেষকরে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করতে ন্যাটো মিত্রদের প্রতি আহ্বান জানান। তিনি রুমানিয়ার রাজধানী বুখারেস্টে অনুষ্ঠিত ন্যাটো পররাষ্ট্র মন্ত্রীদের দু’দিনব্যাপী বৈঠকে অংশ নিয়ে এ আহ্বান জানিয়েছেন।তিনি বলেন, আমাদের ট্রান্সফরমার ও জেনারেটর থাকলে আমরা আমাদের বিদু্যুৎ ব্যবস্থা পনুরুদ্ধার করতে পারব। জনগণকে উপযুক্ত জীবনযাপনের ব্যবস্থা করতে পারব।কুলেবা আরো বলেন, আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থাকলে আমরা বিদ্যুৎ কেন্দ্রের ওপর রাশিয়ার পরবর্তী হামলা ঠেকাতে পারব।এদিকে ন্যাটো মহাসচিব জেন্স স্টলটেনবার্গ বলেছেন, ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা পুনরুদ্ধারে ন্যাটো মিত্ররা দেশটিকে সহযোগিতা করার অঙ্গীকার করেছে।তিনি বলেন, যুদ্ধে ন্যাটো কোন পক্ষ নয়। কিন্তু আমরা ইউক্রেনকে সহযোগিতা করে যাবো। যতদিনই লাগুক, আমরা পিছ পা হবো না।

You might also like