শেখ রাসেল ক্রীড়া চক্র একাডেমি সিলেট বিভাগীয় কার্যনিবার্হী কমিটির অনুমোদন:বাদল সভাপতি এবং মিনার সম্পাদক

নিউজ ডেস্ক
সত্যবাণী

সিলেট: সম্প্রতি বাংলাদেশের স্থপতি বংগবন্ধু শেখ মুজিবুর রহমানের সর্ব কনিষ্ঠ ছেলে শহীদ শেখ রাসেলের নামে প্রতিষ্ঠিত বাংলাদেশ “শেখ রাসেল ক্রীড়া চক্র একাডেমি ” সিলেট বিভাগীয় কার্যনিবার্হী কমিটির অনুমোদন দেয়া হয়েছে। বাংলাদেশ “শেখ রাসেল ক্রীড়া চক্রের” ঢাকাস্থ প্রতিষ্টাতা জনাব শাজাহান কবির সাক্ষরিত ‘৮০ দশকের বাংলাদেশের ঢাকা ও সিলেট ফুটবল লীগের খেলোয়াড় সিলেটের কৃতি সন্তান হাসান আলী বাদল কে সভাপতি এবং যুক্তরাজ্যের বিশিষ্ট ক্রীড়া, মিডিয়া ও কমিউনিটি ব্যক্তিত্ব আলহাজ্ব তৌফিক আলী মিনার কে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট সিলেট বিভাগীয় কার্যনিবার্হী কমিটি অনুমোদন দেয়া হয়েছে।

সিলেট বিভাগীয় কার্যনিবার্হী কমিটির দায়িত্ব পাওয়ার পর হাসান আলী বাদল এবং তৌফিক আলী মিনার এক প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন হযরত শাহজালাল এর পুন্যভুমি বৃহওর সিলেটে শেখ রাসেল ক্রীড়া চক্র একাডেমি সিলেট বিভাগে ক্রীড়াংনে এক নতুন মাত্রা যোগ হওয়ায় সিলেটের ঝিমিয়ে পরা বিশেষ করে ফুটবল, ভলিবল ক্রিকেট সহ সর্বপ্রকার খেলাধুলার মানন্নোয়নের জন্য সিলেটে স্থায়ীভাবে শেখ রাসেল ক্রীড়া চক্রের একাডেমিক ভবন প্রতিষ্ঠা সহ আনুসাংগিক কার্যক্রম চালিয়ে যেতে তারা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাবেন।১৮ ই অক্টোবর বংগবন্ধু তনয় শেখ রাসেলের ৫৭ তম জন্মদিন উপলক্ষ্যে “শেখ রাসেল ক্রীড়া চক্র একাডেমি” কতৃক প্রথম বারের মতো সিলেটে সপ্তাহব্যাপী এক টুর্নামেন্টের আয়োজন করা হয়।

You might also like