শেখ হাসিনার সরকার প্রবাসী বান্ধব: যুক্তরাজ্য আওয়ামী লীগের মতবিনিময় সভায় শফিক চৌধুরী
নিউজ ডেস্ক
সত্যবাণী
লন্ডন ৫ ডিসেম্বর: বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখহাসিনার সরকার প্রবাসীদের ব্যাপারে খুবই আন্তরিক। প্রবাসীদের যেকোন সমস্যায় সরকার পাশে রয়েছে। দেশে বিমানবন্দরে আগের মতোএখন আর কোন ঝামেলা নাই, প্রবাসীদের জন্য জেলায় বিশেষ সেলগঠন করা হয়েছে। যে কোন সমস্যায় প্রবাসী সেল থেকে সহযোগীতাকরা হয়ে থাকে। শেখ হাসিনার সরকার, প্রবাসী বান্ধব সরকার।যুক্তরাজ্য আওয়ামী লীগ আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্যরাখতে গিয়ে এসব কথা বলেন সিলেট জেলা আওয়ামী লীগেরভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী।
গত ৫ ডিসেম্বর পূর্ব লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টারে যুক্তরাজ্যআওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুলতান মাহমুদ শরীফেরসভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুকেরপরিচালনায় মতবিনিময় সভায় বক্তারা বলেন, প্রবাসীদের জন্যসরকারের পাশাপাশি স্থানীয় আওয়ামী লীগ নেতবন্দ ও আন্তরিক।শফিক চৌধুরী সিলেটে প্রবাসীদের যে কোন সমস্যায় এগিয়ে আসেনএবং সহযোগীতার হাত বাড়িয়ে দেন।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সিনিয়রসহ সভাপতি আলহাজ্ব জালাল উদ্দীন, এমএ রহিম সিআইপি, যুগ্মসাধারণ সম্পাদক নঈম উদ্দীন রিয়াজ, সাংগঠনিক সম্পাদক আব্দুলআহাদ চৌধুরী, প্রচার সম্পাদক মাসুক ইবনে আনিস, দপ্তর সম্পাদকশাহ শামীম আহমদ, প্রবাস কল্যাণ সম্পাদক আনসারুল হক, যুব ওক্রীড়া বিষয়ক সম্পাদক তারিফ আহমদ, মহিলা বিষয়ক সম্পাদকমেহের নিগার চৌধুরী, ধর্ম বিষয়ক সম্পাদক সৈয়দ সুরুক মিয়া, লন্ডন মহানগর আওয়ামী লীগের সভাপতি নুরুল হক লালা মিয়া, সাধারণ সম্পাদক আলতাফুর রহমান মোজাহিদ।
সভায় আরোও বক্তব্য রাখেন মানবাধিকার কর্মী আনসার আহমদউল্লাহ, সাবেক কাউন্সিলর আব্দুল মুকিত চুন্নু এমবিই, লন্ডনআওয়ামী লীগের সহ সভাপতি শফিক আহমেদ, ময়নুল হক, সাংগঠনিক সম্পাদক জামাল আব্দুল নাসের, আন্তর্জাতিক সম্পাদকআমিনুল হক জিল্লু, আওয়ামী লীগ নেতা মল্লিক শাকুর ওয়াদুদ, আশরাফুল ইসলাম,নিউহাম আওয়ামী লীগের সভাপতি মোবারকআলী, সাধারণ সম্পাদক আব্দুল কাদির মুরাদ, ওয়েস্ট লন্ডনআওয়ামী লীগের সভাপতি শেরওয়ান চৌধুরী, যুক্তরাজ্য যুবলীগেরসহ সভাপতি আনোয়ারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বাবুলখান, যুক্তরাজ্য ছাত্রলীগের সহ সভাপতি সারওয়ার কবির প্রমূখ।