শোক সংবাদ

সান্ডারল্যান্ড করেসপন্ডেন্ট
সত্যবাণী

সান্ডারল্যান্ড থেকে:  নর্থ ইষ্টের সান্ডারল্যান্ড নিবাসী বিশিষ্ট সমাজকর্মী জনাব হারুনূর রশীদ মৃত্যুবরণ করেছেন। (ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন)বৃহস্পতিবার স্থানীয় সময় দিবাগত রাত ১১.৫৫ মিনিটে সান্ডারল্যান্ড রয়েল হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

কোভিড আক্রান্ত হয়ে গত ১৫ দিন যাবত তিনি সান্ডারল্যান্ড হাসপাতালে ভেন্টিলেশনে ছিলেন। তাঁর বয়স হয়েছিলো আনুমানিক ৫৬ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ছেলেমেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন গুনগ্রাহী রেখে গেছেন।ব্যাক্তিগত জীবনে অত্যন্ত ধার্মিক অমায়িক স্বভাবের অধিকারী জনাব হারুনূর রশীদের দেশের বাড়ী সুনামগন্জ জেলার জগন্নাথপুর থানার অলৈতলী কাতিয়া গ্রামে। কাতিয়া গ্রামের প্রয়াত জনাব আব্দুল খালিক মাষ্টারের তৃতীয় ছেলে ছিলেন তিনি।

শুক্রবার বাদ জুমআ নামাজে জানাজা শেষে সান্ডারল্যান্ড কবরস্থানেই দাফন করা হয়েছে প্রয়াত হারুনূর রশীদকে।

তাঁর বড়ভাই ব্রিটেনে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জনাব দবির আহমেদ তার ছোট ভাইয়ের আত্মার শান্তি কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন।

You might also like