শোলাকিয়ার ঈদ জামাত সকাল ১০টায়

নিউজ ডেস্ক
সত্যবাণী

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের শোলাকিয়ায় মঙ্গলবার (৩ মে) সকাল ১০টায় শুরু হবে ইদের জামাত।রেওয়াজ অনুযায়ী, বন্দুকের গুলির মাধ্যমে নামাজ শুরুর সংকেত দেওয়া হবে। এবার অনুষ্ঠিত হবে ১৯৫তম জামাত। এতে ইমামতি করবেন মাওলানা মুফতি ফরিদ উদ্দিন মাসউদ।দেশের সর্ববৃহৎ ইদের জামাত হয়ে থাকে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে। প্রতি ইদে সেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে অংশ নেন দেড় থেকে দুই লাখ মানুষ।করোনা ভাইরাস মহামারীর কারণে দুই বছর বন্ধ থাকার পর এবার ইদুল ফিতরের জামাত আয়োজনের প্রস্তুতি শেষ হয়েছে।

শোলাকিয়ার আশপাশের অঞ্চলের মানুষ যাতে ইদ জামাতে অংশ নিতে পারেন, তার জন্য মঙ্গলবার দুটি বিশেষ ট্রেন পরিচালনা করবে বাংলাদেশ রেলওয়ে। ট্রেন দুটি ভৈরব এবং ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জে যাবে। এসব তথ্য জানিয়েছেন বাংলাদেশ রেলওয়ের সহকারী পরিবহন কর্মকর্তা আমিনুল হক।তি‌নি বলেন, ‘মঙ্গলবার শোলা‌কিয়ায় ইদের জামাত পড়তে দু‌টি ইদ স্পেশাল ট্রেন ছাড়া হ‌বে। এক‌টি ভৈরব ‌থে‌কে সকাল ৬টায় ছে‌ড়ে ৮টায় কিশোরগঞ্জ পৌঁছা‌বে। আরেক‌টি ময়মন‌সিংহ থে‌কে ভোর পৌনে ৬টায় ছে‌ড়ে যা‌বে। সেটি কিশোরগঞ্জে পৌঁছা‌বে সাড়ে ৮টায়।আমিনুল আরও বলেন, ‘ইদের মোনাজাত শেষে আবার যাত্রীদের নিয়ে ফিরবে ট্রেন দুটি।

You might also like