শ্রদ্ধার ঢালিতে পরিপূর্ণ শহীদ মিনারের পাদদেশ
চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী
সিলেট থেকেঃ যথাযথ মর্যাদার মধ্য দিয়ে সিলেটে অমর একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেছেন সর্বস্তরের মানুষ। তাঁদের শ্রদ্ধার ঢালিতে ভরে উঠে শহীদ মিনারের পাদদেশ। ভাষা শহীদ ও ভাষা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা জানাতে একুশের প্রথম প্রহর থেকেই সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পাঞ্জলি অর্পণ শুরু হয়। বিকেল পর্যন্ত বিভিন্ন সংগঠনের নানা কর্মসূচি পালনের মাধ্যমে পালিত হচ্ছে এই দিবসটি।বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা ও নগর ইউনিট কমান্ড শাখার নেতৃবৃন্দ শুরুতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর বিভাগীয় কমিশনার কার্যালয়, সিটি করপোরেশন, জেলা পরিষদ, রেঞ্জ ডিআইজি কার্যালয়, জেলা প্রশাসন, মহানগর পুলিশ, জেলা পুলিশ, সিভিল সার্জন কার্যালয়সহ সরকারি, আধা সরকারি, বেসরকারি, স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠানের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।এছাড়া জেলা ও নগর আ’লীগ, জেলা ও নগর বিএনপি, সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, জেলা পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দিন খান, জেলা প্রেসক্লাব ও ইমজা শ্রদ্ধা নিবেদন করেছে।
দিবসটি উপলক্ষে ২১ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে প্রভাতফেরি বের হয়। শারদা স্মৃতি মিলনায়তনের সামনে জমায়েত হয়ে প্রভাতফেরি শহীদ মিনারে গিয়ে শেষ হয়। এছাড়া সকাল সাড়ে ১০টায় জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।এ উপলক্ষে সিলেটের সকল শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ, মেট্রোপলিটন ইউনিভার্সিটি, লিডিং ইউনিভার্সিটি, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, নর্থ-ইস্ট ইউনিভার্সিটি, এমসি কলেজ, সরকারি কলেজ, সিলেট সরকারি মহিলা কলেজ, সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজসহ সকল প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়।এ ছাড়া সরকারি-বেসরকারি সকল প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিত রাখা হয়।এদিকে, একুশের স্মৃতি স্মরণে অনেকেই কালো ব্যাজ ধারণ করেন। কেউ কেউ বর্ণমালা খচিত পাঞ্জাবি, শাড়ি পরিধান করেন। শিশু-কিশোরদের মাথায় বর্ণামালাযুক্ত ব্যান্ড পরতে দেখা গেছে।