শ্রীলঙ্কার পথে তামিম–মুমিনুলরা
নিউজডেস্ক
সত্যবাণী
স্পোর্টস ডেস্কঃ টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই ম্যাচের সিরিজ খেলতে শ্রীলঙ্কার পথে উড়াল দিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। এ দলে আছেন সিরিজের জন্য ঘোষিত প্রাথমিক দলের ২১ ক্রিকেটার, কোচিং স্টাফ ও বিসিবি কর্মকর্তাসহ ৪১ জন।
সোমবার (১২ এপ্রিল) দুপুর ১২টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভাড়া করা প্লেনে শ্রীলঙ্কার পথে উড়াল দিয়েছে তামিম-মুমিনুলরা। প্রায় তিন ঘণ্টার যাত্রা শেষে কলম্বো নামবেন তারা। সেখান থেকে তাদের নিগোম্বোতে নিয়ে যাওয়া হবে। এরপর তিনদিন কোয়ারেন্টিনে থাকতে হবে বাংলাদেশ দলকে।আগামী ১৫ ও ১৬ এপ্রিল সীমিত পরিসরে অনুশীলন করবে মুমিনুল হকের দল। ১৭-১৮ এপ্রিল হবে নিজেদের মধ্যে দুইদিনের প্রস্তুতি ম্যাচ। সেটি খেলে ২১ এপ্রিল প্রথম টেস্টে মাঠে নামবে বাংলাদেশ।এর আগে প্রস্তুতি ম্যাচের পারফরম্যান্স দেখে ২১ সদস্যের দল ছোট করে আনা হবে ১৬ সদস্যে। সিরিজের দ্বিতীয় টেস্ট ২৯ এপ্রিল। দু’টি টেস্টই হবে ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়ামে।