সংক্রমণ বেড়ে যাওয়ায় চাঁপাইনবাবগঞ্জে এক সপ্তাহের লকডাউন
নিউজ ডেস্ক
সত্যবাণী
চাঁপাইনবাবগঞ্জঃ বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের জেলা চাঁপাইনবাবগঞ্জে সাত দিনের লকডাউন ঘোষণা করা হয়েছে। আগামীকাল মঙ্গলবার (২৫ মে) থেকেই এই বিধিনিষেধ কার্যকর হচ্ছে।সোমবার (২৪ মে) দুপুরে শহরের নিজ কার্যালয়ের হল রুমে জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দেন।তিনি জানান, সোমবার রাত ১২টার পর থেকে আগামী রবিবার (৩০ মে) পর্যন্ত জরুরি পরিসেবা ছাড়া পুরো জেলা সাত দিনের কঠোর লকডাউন থাকবে।উল্লেখ্য, দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের এই জেলায় বর্তমানে করোনা শনাক্তের হার ৫৫ শতাংশ।