সংবাদ সম্মেলনে ডিবি থানায় বোমা বিস্ফোরণে জঙ্গি সংশ্লিষ্টতা পাওয়া যায়নি

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ রাজধানীর পল্লবী থানায় বোমা বিস্ফোরণের ঘটনায় দুটি মামলা হয়েছে।বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে ব্রিফিংয়ে ডিএমপির উপকমিশনার আব্দুল বাতেন জানিয়েছেন এ ঘটনার সাথে কোনো জঙ্গি সংশ্লিষ্টতা নেই।আটকদের একজন সহিদুলকে ২৭ জুলাই ডিবি পরিচয়ে উঠিয়ে নেয়ার যে অভিযোগ করেছে তার পরিবার,তাও খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন তিনি।আব্দুল বাতেন জানান,আইএস এই হামলার দায় স্বীকার করলেও তা সত্য নয়।এ ঘটনায় পল্লবী থানায় দু’টি মামলা হয়েছে।যারা গ্রেফতার হয়েছে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।জিজ্ঞাসাবাদ ও তদন্তে আমরা যা পাচ্ছি এটা ‘স্থানীয় আধিপত্য বিস্তার সংশ্লিষ্ট একটি ক্রিমিনাল অ্যাক্টিভিটিস (অপরাধ কর্মকাণ্ড)’।জঙ্গির কোনো সংশ্লিষ্টতা আমরা এখনো পাইনি।তারা কেন কাকে কীভাবে হত্যা করার জন্য পরিকল্পনা করেছিল সে বিষয়গুলো আমরা খতিয়ে দেখছি।এর বেশি কিছু পেলে আমরা পরবর্তীতে জানাবো।পল্লবী থেকে গ্রেফতার তিন জনের একজন শহীদুল, তাকে ৩ দিন আগে একটি মাইক্রোতে তুলে নেয়া হয়েছিল বলে দাবি করছে তার পরিবার।এ বিষয়ে থানায় জিডি আছে। তারপরেও তাকে কীভাবে আগের রাতে গ্রেফতার করা হলো?

এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আব্দুল বাতেন বলেন,আপনার বক্তব্য আমরা তদন্ত করে দেখবো।আমরা এ ধরনোর কোনো তথ্য পাইনি।আমরা তাদের হাতেনাতে গ্রেফতার করেছি।যে বস্তুটি উদ্ধার করেছি (বোমা) সেটা আপনারা দেখেছেন।এর বাইরে যদি কোনো বিষয় থাকে সেটা আমরা তদন্ত করে দেখবো।আরেক প্রশ্নের উত্তরে আব্দুল বাতেন বলেন,এখন যদি আপনি সব প্রশ্নের উত্তর চান তাহলে দেয়া যাবে না।আবার অনেক কিছু আছে যা তদন্তের স্বার্থে আপনাকে বলাও যাবে না।আপনাকে বিস্তারিত সবকিছু খুলে বলার মতো আমার কাছে তথ্য নাই।’এই সংক্রান্তে আমাদের এতটুকুই’।

You might also like