সংসদে দ্যা সিভিল কোর্ট (সংশোধন) বিল পাস

নিউজডেস্ক
সত্যবাণী

জাতীয় সংস দভবন থেকেঃ জেলা আদালতের আর্থিক এখতিয়ার বৃদ্ধির বিধান করে আজ সংসদে দ্যা সিভিল কোর্ট (সংশোধন) বিল, ২০২১ পাস করা হয়েছে।আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বিলটি পাসের প্রস্তাব করেন।বিলে সহকারি জজ ও সিনিয়র সহকারি জজের বর্তমান আর্থিক এখতিয়ার যথাক্রমে ২ লাখ ও ৪ লাখ টাকা থেকে বৃদ্ধি করে ১৫ লাখ এবং ২৫ লাখ টাকা করার বিধান করা হয়েছে।এ ছাড়া বিলে ৫ কোটি টাকা পর্যন্ত ডিক্রির মামলার আপিল কার্যক্রম বর্তমানের হাইকোর্টে স্থানান্তরের পরিবর্তে জেলা আদালতের এখতিয়ারে আনার বিধান করা হয়েছ। তবে ইতোমধ্যে এ ধরনের যেসব মামলা হাইকোর্টে বিচারাধীন রয়েছে সেগুলোর কার্যক্রম জেলা আদালতে স্থানান্তর হবে না বলে বিলে বিধান করা হয়েছে।জাতীয় পার্টির ফখরুল ইমাম, মুজিবুল হক, পীর ফজলুর রহমান, শামীম হায়দার পাটোয়ারী, বেগম রওশন আরা মান্নান, বিএনপির হারুনুর রশীদ, রুমীন ফারহানা, গণফোরামের মোকাব্বির খান এবং স্বতন্ত্র সদস্য রেজাউল করিম বাবলু বিলের ওপর জনমত যাচাই, বাছাই কমিটিতে প্রেরণ ও সংশোধনী প্রস্তাব আনলে তা কন্ঠ ভোটে নাকচ হয়ে যায়।

You might also like