সপ্তাহে ১ দিন বসবে ভোলাগঞ্জের বর্ডার হাট

সত্যবাণী
সিলেট অফিসঃ
 এখন থেকে প্রতি বুধবার বসবে ভোলাগঞ্জ বর্ডার হাট। হাটে ৫ কিলোমিটারের বাসিন্দারা ক্রেতা কার্ড দেখিয়ে প্রবেশ করতে পারবে। এছাড়া একজন কার্ডধারী ২ শ’ ডলারের বেশি পণ্য ক্রয় করতে পারবেন না। ১৭ ফেব্রুয়ারি শনিবার ভোলাগঞ্জ বর্ডার হাটে দু’দেশের হাট ব্যবস্থাপনা কমিটির যৌথ মিটিংয়ে এই সিদ্ধান্ত হয়।
গত বছরের মে মাসে উদ্বোধন হয় ভারত-বাংলাদেশ যৌথ বর্ডার হাট। সপ্তাহে ২দিন প্রতি শনি ও বুধবার বেলা ১০টা থেকে ৪টা পর্যন্ত চলে হাটের কেনাবেচা। বাংলাদেশের ২৪টি ও ভারতের ২৬টি দোকানে তাদের নিজস্ব পণ্য বিক্রি করেন। তবে গত ২ মাসে বাজারের বিভিন্ন অনিয়ম ও অসংগতির কারণে উপজেলা প্রশাসন এবং কাস্টমসের কঠোর অবস্থানের কারণে হাট থেকে অবাধে মালামাল আসেনি।
কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনজিত কুমার চন্দ জানান, সপ্তাহে একদিন বুধবার বসবে বর্ডার হাট। ভারতীয় বিক্রেতারা আগের মতো বেশী মালামাল নিয়ে আসতে পারবে না। এছাড়াও আরো কিছু নিয়মের পরিবর্তন করা হয়েছে যা নোটিশের মাধ্যমে জানিয়ে দেয়া হবে।

You might also like