সম্মিলিত সামাজিক আন্দোলনের সিত্রাংয়ে আক্রান্ত এলাকার জনগণের নিরাপত্তা নিশ্চিত করার পদক্ষেপ নেয়া,ঊদ্ধার তৎপরতা এবং সার্বিক সহযোগিতার দাবি

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ সম্মিলিত সামাজিক আন্দোলনের সভাপতি অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন, নির্বাহী সভাপতি অধ্যাপক রোবায়েত ফেরদৌস ও সাধারণ সম্পাদক সালেহ আহমেদ এক বিবৃতিতে সরকারের প্রতি সিত্রাংয়ে আক্রান্ত এলাকার জনগণের নিরাপত্তা নিশ্চিত করার পদক্ষেপ নেয়া, ঊদ্ধার তৎপরতা এবং সার্বিক সহযোগিতার দাবি জানান।বিবৃতিতে বলা হয়, ঘূর্ণিঝড় সিত্রাংয়ে গাছ ভেঙে পড়ে, দেয়াল ধসে এবং পানিতে ডুবে দেশের বিভিন্ন জেলায় অন্তত ৩৮ জনের মৃত্যু হয়েছে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে স্পষ্ট হচ্ছে ক্ষয়ক্ষতির চিত্র। ঘূর্ণিঝড় সিত্রাংয়ে ৫৯ হাজার ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে, ১০ হাজার ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। মৎস্যঘের ভেসে গেছে এক হাজার। দেশের বিভিন্ন জেলার সাথে সড়ক যোগাযোগ, রেল যোগাযোগ এবং বিমান ও নৌ যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে। গৃহপালিত পশুসহ জান মাল নিয়ে চরম বিপাকে পড়েছে মানুষ। ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সারা দেশে ৮০ লাখ গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছেন।বিবৃতিতে নেতৃবৃন্দ সরকারের প্রতি সিত্রাংয়ে আক্রান্ত এলাকার জনগণের নিরাপত্তা নিশ্চিত করার পদক্ষেপ নেয়া, ঊদ্ধার তৎপরতা এবং সার্বিক সহযোগিতার দাবি জানানো হয়। একই সঙ্গে সম্মিলিত সামাজিক আন্দোলনের সদস্য, কর্মী, শুভ্যানুধায়ীদের আক্রান্ত এলাকার জনগণের পাশে দাড়ানোর নির্দেশনা দেয়া হয়।

You might also like