সাংবাদিক এস এম টিপুর মাতার ইন্তেকালে লন্ডন বাংলা প্রেসক্লাবের শোক
নিউজ ডেস্ক
সত্যবাণী
লন্ডনঃ লন্ডন বাংলা প্রেসক্লাব এর সিনিয়র সদস্য ও এটিএনবাংলা ইউকের সিনিয়র নিউজ প্রেজেন্টার শওকত মাহমুদ টিপুর মাতা রাজিয়া বেগম এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন লন্ডন বালা প্রেসক্লাব । ক্লাব প্রেসিডেন্ট এমদাদুল হক চৌধুরী , সেক্রেটারী মুহাম্মদ জুবায়ের ও ট্রেজারার আ স মাসুম এক যুক্ত শোক বার্তায় বলেন, মরহুমা রাজিয়া বেগম প্রতিবেশী ও আত্মীয় স্বজনের কাছে খুবই পরোপকারী ও গুনী মহিলা হিসেবে সমাদৃত ছিলেন ।তার ইন্তেকালে পরিবারের ক্ষতি অপূরণীয় ।নেতৃবৃন্ধ মরহুমার আত্মার মাগফেরাত কামনা করে তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। মহান আল্লাহ যেন রেখে যাওয়া পরিবারকে শোক সহ্য করার শক্তি প্রদান করেন তারা সেই প্রার্থনা করেন।
উল্লেখ্য ,১২জুলাই রবিবার বাংলাদেশ সময় বিকেল ৬টায় চট্টগ্রামে শহরের নাসিরাবাদে তার নিজস্ব বাসভবনে ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন )।মৃত্যুকালে তার বয়স হয়েছিল৭৬ বছর।তিনি ৩ছেলে ২মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন ।মরহুমার জানাযা শেষে তার তার লাশ স্থানীয় গরীব উল্লাহ শাহ মাজার কবর স্হানে তার স্বামীর কবরের পশে সমায়িত করা হবে বলে বলে তার ছেলে শওকত মাহমুদ টিপু জানিয়েছেন।