সাড়ে ৫ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট থেকেঃ সাড়ে ৫ হাজার ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)’র শাহপরান থানার সদস্যরা।৩ সেপ্টেম্বর রোববার দুপুর পৌণে ১টার দিকে বটেশ্বর ক্যান্টনমেন্ট বোর্ড স্কুলের সামনে থেকে এই মাদকদ্রব্য জব্দ করা হয়। গ্রেপ্তার মাদক কারবারি রায়হান উদ্দিন (৩৫) সিলেটের সীমান্তবর্তী উপজেলা জকিগঞ্জের কারিদা গ্রামের মৃত রইব আলীর ছেলে।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী রায়হানকে গ্রেপ্তার করা হয়। তার হেফাজত থেকে সাড়ে ৫ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে।শাহপরান থানার ওসি আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার রায়হানকে জিজ্ঞাসাবাদ চলছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। সিলেটে ইয়াবা ব্যবসার সাথে জড়িতদের বিরুদ্ধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।

You might also like