সাড়ে ৮ মাসেও বিশ্বনাথে গাড়ি চুরির মামলা তদন্তের অগ্রগতি হয়নি

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট থেকেঃ সিলেটের বিশ্বনাথ উপজেলায় সাড়ে ৮মাস ধরে একটি সিএনজিচালিত অটোরিকশা চুরির মামলার তদন্তে অগ্রগতি হচ্ছে না। অভিযোগ রয়েছে, এ নিয়ে নানা টালবাহানা করছেন তদন্তকারি কর্মকর্তা এসআই শেখ আলী আজহার। অভিযোগ দায়েরের প্রায় সাড়ে ৮ মাস গত হলেও ভুক্তভোগী বাদীর মামলার কোন কিনারা হচ্ছে না। ফলে অসহায় বাদী অটোরিকশা চালক উপজেলার সৈয়দপুর সদুরগাঁও গ্রামের উস্তার আলীর ছেলে পংকি মিয়া (৩৫) রয়েছেন চরম হতাশায়।বিশ্বনাথ থেকে সংবাদদাতা জানান, গত বছর ১৫ ডিসেম্বর দিবাগত রাতে অটোরিকশাটি নিজ বসত বাড়ির ওঠানে চেইন দিয়ে তালাবদ্ধ করে রাখেন পংকি মিয়া। পরদিন ঘুম থেকে ওঠে দেখেন গাড়িটি নেই। সারাদিন বিভিন্ন স্থানে সন্ধান করে না পেয়ে সন্ধ্যায় থানায় গিয়ে নিজে বাদি হয়ে গাড়ি চুরির অভিযোগ দেন। থানার ওসি অভিযোগটি গ্রহণ করে এসআই শেখ আলী আজহারের কাছে তদন্তের জন্য দেন। প্রায় এক সপ্তাহ পর তদন্তকারি কর্মকর্তা বাদীর কাছ থেকে সন্দেভাজন ৫/৬ জনের মোবাইল নম্বরও নেন। কিন্তু এই তদন্তকারি কর্মকর্তা মোবাইল নম্বরগুলো এবং বাদীর অভিযোগটি দায়সারাভাবে তদন্ত আর গড়িমসির মাধ্যমে সাড়ে ৮ মাস অতিবাহিত করেছেন। তাই বাদী অনেকটা নিরাশ হয়ে হতাশায় দিনযাপন করছেন।বাদি পংকি মিয়া বলেন, ‘দারোগা সাহেবকে আমার বিষয়টি জিজ্ঞাসা করলে তিনি কোনো গুরুত্বই দেননি। তাই আমি আমার অটোরিকশাটি পাওয়ার আশাটুকুও বাদ দিয়ে দিছি।এ বিষয়ে জানতে চাইলে তদন্তকারি কর্মকর্তা এসআই শেখ আলী আজহার বলেন, অভিযোগের কোনো সুরাহা হয়নি। আমি চেষ্টা করে যাচ্ছি। আর সন্দেহভাজনদের মোবাইল নম্বরগুলোর বিষয় জানতে চাইলে তিনি বলেন দু’টি নম্বরের সিডিআর পেয়েছেন তবে তার কোনো অগ্রগতি নেই। এভাবেই নিজের ব্যর্থতার কথা স্বীকার করেন তিনি।এ বিষয়ে থানার নবাগত ওসি জাহিদুর রহমান জানান, তিনি যোগদানের মাত্র একমাস হয়েছে। বিষয়টি জেনে ব্যবস্থা নেবেন।

You might also like