সাধারণ মানুষের সেবার লক্ষ্যে রাজনীতিতে এসেছি-পরিকল্পনামন্ত্রী

সত্যবাণী
সিলেট অফিসঃ পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, আমাদের দেশের মানুষের পরিবর্তন ঘটেছে যা চোখে দেখা যায়। একসময় আমাদের অভাব ছিল, রাস্তাঘাট ছিলনা। সময়ের ব্যবধানে এখন আমাদের সার্বিক উন্নয়ন যেমন হয়েছে, তেমনি জীবনযাত্রায় এসেছে পরিবর্তন। এটা সম্ভব হয়েছে জননেত্রী শেখ হাসিনার সাহসী নেতৃত্বে। এখন আমরা মোটামুটি দুর্দশা থেকে বেরিয়ে এসেছি। উজাই মাত্র শুরু হয়েছে। এই অগ্রযাত্রা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থেকে ভোট বিপ্লবের মাধ্যমে শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে হবে।
শান্তিগঞ্জ থেকে সংবাদদাতা জানান, ৩১ ডিসেম্বর রোববার সন্ধ্যায় উপজেলার আক্তাপাড়া বাজারে দরগাপাশা ইউনিয়ন আ’লীগ আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন৷
মন্ত্রী বলেন, আমি আপনাদের সন্তান। আপনাদের অতি পরিচিত। আপনাদের আপনজন। আমি রাজনীতিতে এসেছি সাধারণ মানুষের সেবা করার জন্য৷ আমি ছোটবেলা থেকে দেখে এসেছি গরীব মানুষের কষ্ট। দেখেছি চৈত্র মাসের নিদান, গ্রামে নিরাপদ পানি, টিউবওয়েলের অভাব৷ তাই আমি গ্রামে গ্রামে শত শত টিউবওয়েল, সেনেটারি ল্যাট্রিন দিয়েছি৷ এরজন্য নেত্রী আমাকে ১০০ কোটি টাকার প্রকল্প দিয়েছেন। তিনি আরেকটা কথা বলেন, গ্রাম হবে শহর৷ এজন্য আমরা গ্রামের দিকে বেশি নজর দিয়েছি। যাদের ঘর নেই তাদের খোঁজে খোঁজে তিনি ঘর বানিয়ে দিয়েছেন। যা এর আগে কেউ চিন্তাই করতে পারেনি৷। এরপর তিনি গরীব মানুষের জন্য ভাতার ব্যবস্থা করেন। গ্রামে রাস্তাঘাট, ব্রিজ, স্কুল-কলেজ দিয়েছেন। শেখ হাসিনা গ্রাম ও শহরের ব্যবধান কমাতে চান৷
মন্ত্রী আরও বলেন, দেশ এখন উন্নয়নের অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছে৷ এখন আমাদের সুখের দিন। কিন্তু এই অগ্রযাত্রাকে বিএনপি মানতে চায় না। তারা শেখ হাসিনাকে ক্ষমতা থেকে হঠাতে চায়। তারা বলে ভোট হতে দেব না। ভোট দিওনা। এটা ঠিক না, এই অধিকার তাদের নেই। মূল কথা হলো তারা নির্বাচনে ভয় পায়। কারণ তাদের দেখানোর কিছু নেই৷ তাই তারা হরতাল-অবরোধ করে মানুষকে কষ্ট দেয়৷ তাই আমরা যারা আ’লীগ ক্ষমতায় থাকলে উন্নয়ন পাই। শেখ হাসিনা ক্ষমতায় গেলে আমাদের ভাগ্যের উন্নয়ন হয়। এই মুহুর্তে তাকে টিকিয়ে রাখার দায়িত্ব আমাদের।
আ’লীগ নেতা আব্দুল আজিজ বুদনের সভাপতিত্বে ও উপজেলা আ’লীগের দপ্তর সম্পাদক সেলিম রেজার সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন উপজেলা আ’লীগ সভাপতি সিতাংশু শেখর ধর সিতু, সাধারণ সম্পাদক হাসনাত হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক প্রভাষক নূর হোসেন, দরগাপাশা ইউনিয়ন আ’লীগ সভাপতি মনির উদ্দিন, সাধারণ সম্পাদক আবু খালেদ চৌধুরী রুবেল প্রমুখ।

You might also like