সাবেক ছাত্র নেতা বদিউজ্জামান বাদশা আর নেই
নিউজ ডেস্ক
সত্যবাণী
ঢাকাঃ জেলার নালিতাবাড়ী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বরেণ্য রাজনীতিবিদ ও সাবেক ছাত্রনেতা বদিউজ্জামান বাদশা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।তিনি আজ সোমবার রাত আনুমানিক ২ টা ৪৫ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।তার বয়স হয়েছিল ৬৫ বছর।তিনি স্ত্রী সন্তানসহ বহু গুণগাহী রেখে গেছেন। আজ বাদ মাগরিব তারাগঞ্জ হাইস্কুল মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।বিশিষ্ট রাজনীতিবিদ বদিউজ্জামাম বাদশা ছিলেন কৃষি বিশ্ববিদ্যালয়ের ৮০ দশকের ছাত্রলীগ নেতা, কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি, বাংলাদেশ উপজেলা চেয়ারম্যান এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগের তথ্য ও গবেষনা বিষয়ক উপ-কমিটির সদস্য এবং শেরপুর জেলা আওয়ামী লীগের সদস্য।এ ছাড়া তিনি নালিতাবাড়ী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যানসহ বিভিন্ন সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।পারিবারিক সূত্রে জানা যায়, বরেণ্য এই কৃষিবিদ গত আগষ্ট মাসে সামান্য অসুস্থতা নিয়ে ঢাকার বারডেম হাসপাতালে ভর্তি হয়ে ১০/১২ দিন চিকিৎসা শেষে বাড়ি ফিরেন।
কয়েকদিন পর গুরুতর অসুস্থতা নিয়ে আনোয়ার খান মডার্ন হাসাপাতালে ভর্তি হন। বেশি অসুস্থ হয়ে পড়লে ২২ অক্টোবর বাদশা উন্নত চিকিৎসার জন্য চলে যান ভারতের চেন্নাইয়ের এ্যাপোলো হাসপাতালে। এ্যাপোলোতে দীর্ঘ পরীক্ষা নিরীক্ষার পর জানা যায়, বাদশার অগ্নাশয়ে মাস দুয়েক পূর্বে একটা টিউমার হয়েছিলো। যথাযথ রোগের চিকিৎসা না হওয়ায় টিউমার ফেটে ক্যান্সারে রূপ নেয়। সারা শরীরে ছড়িয়ে পড়েছে এই মরণ ব্যাধির জীবাণু এবং ক্যান্সার শেষ ধাপে রয়েছে।পরবর্তী সেখান থেকে বাদশাকে এয়ার এ্যাম্বুলেন্সে ঢাকায় আনা হয়। বেশ কিছু দিন সেখানে আইসিইউতে থাকা অবস্থায় তিনি মৃত্যুবরন করেন।কৃষিবিদ বদিউজ্জামান বাদশার মৃত্যুতে শেরপুর জেলা আ’লীগের সভাপতি সরকার দলীয় হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপি, শ্রীবরদী ঝিনাইগাতী আসনের সংসদ সদস্য প্রকৌশলী চাঁন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল, শেরপুর পৌরসভার মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো গভীর শোক প্রকাশ করেছে।