সাম্যবাদী দলের নেতা কমরেড আফরোজ আলী আর নেই
চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী
সিলেট থেকেঃ বাংলাদেশের সাম্যবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র সদস্য কমরেড আফরোজ আলী আর নেই। গত রোববার সন্ধ্যা সোয়া ৬ টায় সিলেটের নর্থ-ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। কমরেড আফরোজ আলী সাম্যবাদী দলের সিলেট জেলার ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্বে ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর বছর। তিনি স্ত্রী, ২ ছেলে ও এক মেয়েসহ দলীয় নেতা-কর্মী এবং অসংখ্য শুভাকাঙ্খী রেখে যান।কমরেড আফরোজ আলী ছিলেন সিলেটের প্রগতিশীল আন্দোলনের নিবেদিতপ্রাণ এক নেতা। তাঁর নিজ এলাকায় তৃণমূলপর্যায়ে তিনি ছিলেন জনবান্ধব এক ব্যক্তিত্ব।স্থানীয় সাংবাদিকরা জানিয়েছেন, কমরেড আফরোজ আলীর নামাজে জানাজা গতকাল সোমবার সিলেটের তাজপুর কাশিকাপন জামে মসজিদে সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠিত হয়। পরে নিজ গ্রামের পঞ্চায়েতি কবরস্তানে তাঁর লাশ দাফন সম্পন্ন করা হয়।দিলীপ বড়ুয়ার শোকবাংলাদেশের সাম্যবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কমরেড আফরোজ আলীর মৃত্যুতে দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, সাবেক শিল্পমন্ত্রী কমরেড দিলীপ বড়ুয়া গভীর শোক জানিয়েছেন।এক শোকবার্তায় তিনি কমরেড আফরোজ আলীর পরিবারের প্রতিও সমবেদনা জানান। তিনি বলেন, কমরেড আফরোজ আলী সমাজ পরিবর্তনের লক্ষ্যে আজীবন ছুটে চলেছেন। তাঁর মৃত্যুতে দলের ও সিলেটবাসীর অনেক ক্ষতি হয়েছে। যা সহজে পূরণ হবার নয়।
সিলেটের প্রগতিশীল রাজনৈতিক নেতৃবৃন্দের শোক
এদিকে বাংলাদেশের সাম্যবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কমরেড আফরোজ আলীর মৃত্যুতে সিলেটের প্রগতিশীল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।শোকজ্ঞাপনকারীদের মধ্যে রয়েছেন, বর্ষীয়ান রাজনীতিবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় সভাপতি ব্যারিস্টার মোহাম্মদ আরশ আলী, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি’র জেলা শাখার সাবেক সভাপতি, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট বেদানন্দ ভট্টাচার্য, জেলা জাসদ সভাপতি লোকমান আহমেদ ও সাধারণ সম্পাদক কে.এ কিবরিয়া, জেলা গণতন্ত্রী পার্টি সভাপতি আরিফ মিয়া ও সাধারণ সম্পাদক জুনেদুর রহমান চৌধুরী, প্রবীণ রাজনীতিবিদ ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মুজিবুর রহমান চৌধুরী, সিলেট আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট এমাদ উল্ল্যাহ শহীদুল ইসলাম শাহীন, জেলা সিপিবি সভাপতি সৈয়দ ফরহাদ হোসেন ও সাধারণ সম্পাদক খায়রুল হাছান, জেলা সাম্যবাদী দল সম্পাদক ধীরেন সিং, জেলা ঐক্য ন্যাপ সভাপতি, বীর মুক্তিযোদ্ধা সুবল চন্দ্র পাল ও সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস বাবুল, জেলা গণফোরাম সভাপতি অ্যাডভোকেট আনসার খান, জেলা ন্যাপ সাধারণ সম্পাদক এম এ মতিন, জেলা বাসদ (মার্কসবাদী) আহবায়ক উজ্জ্বল রায়, জেলা ওয়ার্কার্স পার্টি সভাপতি সিকান্দর আলী ও সাধারণ সম্পাদক ইন্দ্রানী সেন শম্পা, জেলা বাসদ সমন্বয়ক আবু জাফর, মহানগর জাসদ সভাপতি মিশফাক আহমদ মিশু ও সাধারণ সম্পাদক গিয়াস আহমদ, জেলা সাম্যবাদী আন্দোলনের আহবায়ক সুশান্ত সিনহা সুমন, জেলা বাসদ (মার্কসবাদী)’র অন্যতম নেতা অ্যাডভোকেট হুমায়ুন রশীদ শোয়েব, জেলা বাসদ’র অন্যতম নেতা প্রণব জ্যোতি পাল, জেলা সাম্যবাদী আন্দোলন’র অন্যতম নেতা এ্যাডভোকেট রণেন সরকার রনি প্রমুখ।
মহানগর আওয়ামী লীগের শোক
সাম্যবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কমরেড আফরোজ আলীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ। এক শোকবার্তায় সিলেট মহানগর আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ জাকির হোসেন তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। তারা বলেন, সিলেটের রাজনৈতিক অঙ্গনে পরীক্ষিত এ নেতা স্বৈরশাসনের বিরুদ্ধে গণতান্ত্রিক ও সমাজ বদলের আন্দোলনে নিবেদিতপ্রাণ ছিলেন। তাঁর মৃত্যুতে একজন পরীক্ষিত রাজনৈতিক নেতার জীবনাবসান হলো।