সিরিজ বোমা হামলার প্রতিবাদে সিকৃবি ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট থেকেঃ ২০০৫ সালের ১৭ আগস্ট সারা দেশে একযোগে সিরিজ বোমা হামলার প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ ছাত্রলীগ সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) শাখার নেতৃবৃন্দ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন।বুধবার দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র প্রাঙ্গণ হতে বিক্ষোভ মিছিল শুরু হয়। ক্যাম্পাসের প্রধান ফটক প্রদক্ষিণ করে মিছিলটি। এ সময় জঙ্গীবাদ ও বিএনপি-জামায়াতের মদদপুষ্ট জঙ্গী সংগঠনের নির্মম সিরিজ বোমা হামলার প্রতিবাদে ছাত্রলীগ কর্মীদের বিভিন্ন শ্লোগানে উত্তাল হয়ে উঠে সিলেট কৃষি বিশ্ববিদ্য্লায় ক্যাম্পাসের প্রতিটি সড়ক। পরে ছাত্র-শিক্ষক কেন্দ্র প্রাঙ্গণে আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতি আশিকুর রহমান আশিক ও সাধারণ সম্পাদক মোঃ এমাদুল হোসেন।

সভাপতির বক্তব্যে আশিকুর রহমান আশিক বলেন, সিরিজ বোমা হামলার ঘটনায় বিএনপি-জামায়াতের প্রত্যক্ষ মদদ ছিল। আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা জঙ্গীবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। আপনারা ওই জামায়াত-বিএনপি জেএমবি জঙ্গীবাদসহ কুলাঙ্গারদের দাঁতভাঙ্গা জবাব দিতে সর্বদা রাজপথে থাকবেন। জারজদের হুঁশিয়ার করে দিয়ে আমি বলতে চাই, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মী বিএনপি-জামায়াতের অপকর্ম ও জঙ্গীদের রুখতে সবসময় কঠোর ভূমিকায় থাকবে’।সাধারণ সম্পাদক মোঃ এমাদুল হোসেন বলেন, ‘মুন্সীগঞ্জ বাদে বাকি ৬৩ জেলায় বিএনপি- জামায়াতের মদদপুষ্ট কুলাঙ্গার জঙ্গীরা ১২০০ কোটি টাকা খরচ করে সিরিজ বোমা হামলা চালিয়েছিল। প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনা যখনই এই দেশকে এগিয়ে নিতে যান তখনই জামায়াত-শিবিরের মদদপুষ্ট জঙ্গীরা মাথাচাড়া দিয়ে উঠতে চায়। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ৫১ একরে স্বাধীনতা বিরোধীদের কোন জায়গা হবেনা’।২০০৫ সালের ১৭ আগস্ট বিএনপি-জামাত নেতৃত্বাধীন জোট সরকারের সময়ে দেশব্যাপী নিষিদ্ধ সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) সিরিজ বোমা হামলা চালায়। এরপর থেকে দিনটিকে সিরিজ বোমা হামলার প্রতিবাদ দিবস হিসেবে পালন করে আসছে আ’লীগ ও সহযোগী সংগঠনগুলো।

You might also like