সিলামবাসীর পক্ষে পুলিশ কমিশনার বরাবরে স্মারকলিপি পেশ
সিলেট অফিস
সত্যবাণী
সিলেট: সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)’র মোগলাবাজার থানার সিলাম এলাকায় হঠাৎ করে ডাকাত ও অজ্ঞান পার্টির তৎপরতায় আতঙ্ক দেখা দিয়েছে। ডাকাতির ঘটনায় জনমনে বাড়ছে উদ্বেগ। এই ঘটনায় ক্ষুব্ধ সিলাম এলাকাবাসী সভা সমাবেশের মাধ্যমে প্রতিবাদ করছেন। তারা লুন্ঠিত মালামাল উদ্ধারসহ পলাতক ডাকাত ও তাদের সহযোগীদের গ্রেফতার ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে।
দক্ষিণ সুরমা থেকে সংবাদদাতা জানান, ২৫ সেপ্টেম্বর সোমবার দুপুরে এসব দাবিতে এসএমপি কার্যালয়ে সিলাম এলাকাবাসীর ব্যানারে একটি স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সিলাম শাহী ঈদগাহ পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মুদাব্বির হোসেন, দক্ষিণ সুরমা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক হাজী মো. আব্দুল কাইয়ূম, সিলাম শাহী ঈদগাহ পরিচালনা কমিটির সহ-সভাপতি হাজী তাজরুল ইসলাম তাজুল, সহ-সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম তুরণ, সদস্য হাজী বাহার উদ্দিন, ইউপি সদস্য আব্দুর রহমান, সমাজসেবী শফিকুল ইসলাম, আন্তই মিয়া, ইস্তেখার গণি তাজেল, যুব সমাজের প্রতিনিধি নিজামুল কবির, সমাজসেবী মোমিন আহমদ, জয়নুল আহমদ ও টিঠু আহমদ প্রমুখ।
এছাড়া সিলাম টিকরপাড়ার ইস্তেখার গণি তাজেলের বাড়িতে ডাকাতির ঘটনায় জড়িত সবাইকে দ্রুত গ্রেফতার ও লুন্ঠিত মালামাল উদ্ধারের দাবিতে স্বপ্ন সমাজকল্যাণ সংঘ পুলিশ কমিশনার বরাবরে পৃথক একটি স্মারকলিপি দিয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন স্বপ্ন সমাজকল্যাণ সংস্থার সভাপতি তাজুল ইসলাম জনি, সহ-সভাপতি মোসাদ্দেক হোসেন সুজন, সাধারণ সম্পাদক সুহেল আহমদ, যুগ্ম-সম্পাদক এস.এম ফাহাদ, প্রবাসী কল্যাণ সম্পাদক মো: নাজমুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, গত ১৪ সেপ্টেম্বর রাত ৩টায় সিলাম টিকরপাড়াস্থ মরহুম তালেবুল গনির পুত্র ইস্তেখার গনি তাজেলের বাড়ীতে ডাকাতির ঘটনায় লুন্ঠিত মালামাল উদ্ধারসহ অন্যান্য পলাতক ডাকাত ও তাদের সহযোগীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবিতে গত শুক্রবার বাদ জুম্মা সিলাম জামে মসজিদের সামনে স্বপ্ন পূরণ সমাজকল্যাণ সংঘের উদ্যোগে সর্বস্তরের জনসাধারণকে নিয়ে এক মানববন্ধন কর্মসূচি পালন করে।
বক্তারা ডাকাতির ঘটনায় লুন্ঠিত মালামাল উদ্ধারসহ পলাতক ডাকাত ও তাদের সহযোগিদের গ্রেফতার এবং আইনের আওতায় আনার জন্য এসএমপি পুলিশ কমিশনারে কাছে দাবি জানান।