সিলেট জেলা ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট থেকেঃ সিলেট জেলা ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের ২০২২-২৫ সালের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার সকাল ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সিলেট কেন্দ্রীয় ট্রাক টার্মিনালে উক্ত নির্বাচন অনুষ্ঠিত হয়।এর আগে সিলেট জেলা ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন করতে বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী দ’ুটি কমিটি গঠন করে দেন।এরমধ্যে একটি উপদেষ্টা কমিটি এবং অপরটি নির্বাচন পরিচালনা কমিটি। উপদেষ্টা কমিটির প্রধান উপদেষ্টা ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহণ মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান মালিক সমিতির সভাপতি গোলাম হাদী ছয়ফুল, সিলেট জেলা বাস-মিনিবাস-কোচ শ্রমিক ইউনিয়নের সভাপতি মইনুল ইসলাম, সিলেট জেলা অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ জাকারিয়া।

এছাড়া প্রথমে বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশনের যুগ্ম-সম্পাদক সাদেক আহমদ খানকে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার হিসেবে রাখা হলেও পরবর্তীতে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে নির্বাচন কমিশনার মোঃ মন্তাজ আহমদকে ভারপ্রাপ্ত নির্বাচন কমিশনার করে প্রবীণ শ্রমিক নেতা মোঃ মতিন মিয়া, মোঃ মহসিন মিয়া ও আব্দুল বাছিতকে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়। নির্বাচনে মোট ৪৫জন প্রার্থী অংশগ্রহণ করলে এরমধ্যে ১৫জন প্রার্থী বিভিন্ন পদে বিজয়ী হন। বিজয়ীরা হলেন সভাপতি মোঃ দিলু মিয়া ৫ হাজার ৫শ’ ৯১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী আবু সরকার পেয়েছেন ১ হাজার ৬শ ভোট। কার্যকরী সভাপতি পদে বিজয়ী হয়েছেন মোঃ আব্দুস সালাম, সহ-সভাপতি মোঃ শরিফ আহমদ, সাধারণ সম্পাদক পদে মোঃ আব্দুল গফুর ৩ হাজার ২৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী মুজিবুর রহমান মুজিব পেয়েছেন ২ হাজার ৩শ ৬ ভোট ও আমির উদ্দিন পেয়েছেন ১ হাজার ৭শ ৯৮ ভোট। যুগ্ম সম্পাদক আলী আহমদ স্বপন, সহ-সম্পাদক মোঃ বেলাল আহমদ, সাংগঠনিক সম্পাদক মাছুম আহমদ লস্কর, প্রচার সম্পাদক মোঃ সমাদ রহমান, দপ্তর সম্পাদক মোঃ বিলাল আহমদ, কোষাধ্যক্ষ জুলহাস হোসেন বাদল এবং সদস্য পদে আহমদ আলী, শফিক আলী, আব্দুল মতিন, লায়েছ মিয়া ও আব্দুল জলিল বিজয়ী হয়েছেন।

You might also like