সিলেট বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের নির্বাচন ২৪ সেপ্টেম্বর

নিউজ ডেস্ক
সত্যবাণী

সিলেট: সিলেট বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন আগামী ২৪ সেপ্টেম্বর শনিবার। নির্বাচনকে কেন্দ্র করে ইউনিয়নের সদস্যদের মধ্যে বিরাজ করছে উৎসাহ-উদ্দীপনা। ভোট গ্রহণের জন্য নগরির বঙ্গবীর রোডস্থ ইউনিয়নের প্রধান কার্যালয়ে ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে। নির্বাচনে মোট ভোটার ৫০৩ জন। ১১টি পদের মধ্যে সভাপতি পদে বর্তমান সভাপতি মনির হোসেন, সাধারণ সম্পাদক পদে সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ, সহ-সাধারণ সম্পাদক পদে বর্তমান সহ-সাধারণ সম্পাদক সোহেল আহমদ এবং প্রচার সম্পাদক পদে বর্তমান প্রচার সম্পাদক গোলাপ খান ইতোমধ্যেই বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন।

বাকি পদগুলোর মধ্যে সহ-সভাপতির ১টি পদে আইয়ুব আলী (ছাতা প্রতীক) ও কাওছার আহমদ (আম), সাংগঠনিক সম্পাদকের ১টি পদে মোঃ জলিল (ফুটবল), আলমগীর হোসেন (মই) ও রাজু আহমদ (মোমবাতি), অর্থ সম্পাদকের গুরুত্বপূর্ণ ১টি পদে বর্তমান অর্থ সম্পাদক ইকবাল হোসেন (তালাচাবি) ও আব্দুল করিম লুকু (বালতি), দফতর সম্পাদকের ১টি পদে রোমান হোসেন (কলম) ও রমিজ আলী (ডাব), লাইন সম্পাদকের ১টি পদে নুরুল হুদা রুবেল (হাঁস) ও কবির খান (টিয়া পাখি) এবং নির্বাহী সদস্যের ২টি পদে মজনু মিয়া (টিউবওয়েল), জমির হোসেন (বাস), ইমান আলী (ঘুড়ি) ও আলমগীর হোসেন (টেলিভিশন) একে অপরের প্রতিদ্বন্ধিতা করছেন।নির্বাচন পরিচালনার জন্য বাংলাদেশ ট্যাংকলরি শ্রমিক ফেডারেশনের সভাপতি হাজী মোঃ শাহজাহান ভূঁইয়াকে প্রধান নির্বাচন কমিশনার এবং শ্রমিক নেতা ফারুক আহমদ, কাপ্তান মিয়া, মনির হোসেন ও মখতাজিল আলীকে নির্বাচন কমিশনারের দায়িত্ব দেয়া হয়েছে। তাদেরকে সহযোগিতা করবেন ইউনিয়নের প্রধান অফিস সহকারী রকিব হাসান ও অফিস সহকারী রাজীব শিকদার। প্রার্থীরা ইউনিয়নের প্রধান কার্যালয়সহ পুরাতন স্টেশন রোডস্থ যমুনা অয়েল কোম্পানি ও পদ্মা অয়েল কোম্পানির দু’টি ডিপো এবং মোগলাবাজারস্থ মেঘনা পেট্রোলিয়াম লিঃ-এর ডিপো প্রাঙ্গনে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

You might also like