সিলেটে জাতীয় পার্টির ব্যতিক্রমী আয়োজন

সত্যবাণী
সিলেট অফিসঃ জাতীয় পার্টি কেন্দ্রীয় সম্মেলন প্রস্তুতি কমিটির অন্যতম সদস্য মাহবুব রহমান চৌধুরী বলেছেন, পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ সরকার গঠনের পর বাংলাদেশে উপজেলা পরিষদ গঠন করেন। দেশের প্রত্যন্ত এলাকার জনগোষ্ঠীর অধিকার এবং সরকারী সেবা জনগণের দোরগোঁড়ায় পৌঁছে দিতে উপজেলা পরিষদ গঠন করা হয়। কিন্তু দুঃখের বিষয় আজ এই উপজেলা পরিষদের সুবিধাভোগীরা পল্লীবন্ধুর অবদান ও দিবসটি ভুলে গেছেন।
তিনি বলেন, দেশের উন্নয়ন ও জনগণকে গণতন্ত্র ফিরিয়ে দিতেই জাতীয় পার্টি প্রতিষ্ঠা করেছিলেন পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ। জাতীয় পার্টি সন্ত্রাস ও নৈরাজ্যে বিশ্বাস করে না। এটি বিশ্বাস করে গণতন্ত্রে। জাতীয় পার্টি আজীবন সুশাসন প্রতিষ্ঠায় সংগ্রাম করেছে। সংসদে ও রাজপথে দেশ এবং দেশবাসীর অধিকারের জন্য লড়াই করছে এ দলটি।
তিনি আরো বলেন, দেশের মালিক জনগণ। অথচ জনগণকে মুক্তচিন্তার অধিকার থেকে বঞ্চিত করে কঠিন অরাজকতার আওতায় রাখা হয়েছে। একইভাবে বর্তমান সরকার দেশে একদলীয় শাসন ব্যবস্থার দিকে নিয়ে যাচ্ছে ও গণতন্ত্রকে হত্যা করছে। এই সরকার জনগণের জবাবদিহিতামূলক সকল প্রতিষ্ঠানকে ধ্বংস করছে। আমরা পল্লীবন্ধুর আদর্শে দেশ ও জনগণের উন্নয়ন অব্যাহত রাখতে চাই।
২৩ অক্টোবর সোমবার দুপুর ২টায় সিলেটে উপজেলা পরিষদ দিবস উপলক্ষে সদর উপজেলা জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটি ও অঙ্গ সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও দরিদ্রদের আপ্যায়ন অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি একথাগুলো বলেন।
এ উপলক্ষে সিলেটে ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানে হতদরিদ্রদের মধ্যে উন্নতমানের খাদ্য বিতরণ ও দোয়া মাহফিল আয়োজন করা হয়। সিলেট বিভাগীয় সম্মেলন প্রস্তুতি কমিটির সিনিয়র সদস্য মো. সেলিম আহমদের সভাপতিত্বে ও শিক্ষক ফাহিমা বেগমের সঞ্চালনায় এতে প্রধান বক্তা ছিলেন সিলেট বিভাগীয় মূখপাত্র মুজিবুর রহমান ডালিম।
বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- সিলেট মহানগর জাতীয় পার্টির সহ-সভাপতি মো. ইউসুফ সেলু, মহিলা পার্টির সভানেত্রী রোজি আক্তার, জেলা শ্রমিক পার্টির সভাপতি আব্দুল কুদ্দুস, সাধারণ সম্পাদক আবদাল হোসেন আফজাল, যুবসংহতি নেতা ইব্রাহিম মিয়া, রওশন এরশাদ ত্রাণ সহায়তা কমিটির সমন্বয়ক ফাহিমা বেগম, ছাত্রসমাজের কেন্দ্রীয় নেতা মামুনুর রশিদ, স্কুলশিক্ষক আফসর আহমদ, মহিলা পার্টি নেত্রী জাহানারা বেগম, রানী আক্তার প্রমুখ। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন প্রিন্সিপাল মুখলেছুর রহমান।

You might also like