সিলেটে বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ ৪ জন গ্রেফতার

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট থেকেঃ সিলেট মহানগর পুলিশের দক্ষিণ সুরমা থানা এলাকায় পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার রাতে নগরির কদমতলি ও পিরোজপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানার শিলক এলাকার মৃত মো. নুর-এর ছেলে ও সিলেট কোতোয়ালী থানার সোবহানীঘাট যতরপুর ৪৬/এ নবপুষ্প আবাসিক এলাকার বাসিন্দা সরোয়ার আলম (৪৮), ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার বেলানগর এলাকার মো. ইব্রাহিম মিয়ার ছেলে ও সিলেট কোতয়ালী থানার কালীঘাটস্থ ফয়সল মিয়ার বাসা, ৪র্থ তলা ভাড়াটিয়া মো. ইমন (২২), সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার রাউলী গ্রামের রহমত আলীর ছেলে মো. আল আমিন (২৮) ও কুশিউড়া গ্রামের আব্দুল হান্ননের ছেলে মো. মোশাহিদ (২৩)। এ সময় একটি মিনি পিকআপ ও ১টি ট্রাক থেকে বিপুল পরিমাণ ভারতীয় বিস্কুট ও বিভিন্ন ধরণের ক্রিম জব্দ করা হয়েছে।

পুলিশ সুত্র জানায়, সোমবার দিবাগত রাত ৩টার দিকে দক্ষিণ সুরমার কদমতলি থেকে একদল চোরাকারবারী চোরাচালানের মাধ্যমে পিকআপ গাড়িতে করে সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। এ সময় গাড়িটিকে থামানোর জন্য সিগন্যাল দিলে গাড়িটি সিগন্যাল অমান্য করে দ্রুতগতিতে পালানোর চেষ্টাকালে পিকআপের চালক সরোয়ার আলম (৪৮) ও হেলপার মো. ইমন (২২) কে পুলিশ আটক করে। এ সময় পিকআপ তল্লাশী করে ১৮ কার্টুনে ১ হাজার ৮০০ পিস ভারতীয় ক্রিমের কৌটা, ২০ কার্টুনে ১০ হাজার ৮০০ পিস অন্য আরেক জাতের ভারতীয় ক্রিম জব্দ করা হয়। এসব মালামাল বহনকারী মিনি পিকআপ গাড়িটিও (ঢাকা মেট্রো-ঠ-১৪-০১০৫) জব্দ করা হয়।একই রাত ২টার দিকে দক্ষিণ সুরমা থানা পুলিশের অপর অভিযানে, পিরোজপুরস্থ আল-নূর কমিউনিটি সেন্টারের সামনে থেকে ট্রাক গাড়ি তল্লাশী করে ৮৮ কার্টুনে ১০ হাজার ৫৬০ পিস ভারতীয় বিস্কুট জব্দ করে। এ সময় গাড়িচালক ও হেলপার সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার রাউলী গ্রামের রহমত আলীর ছেলে মো. আল আমিন (২৮) ও কুশিউড়া গ্রামের আব্দুল হান্নানের ছেলে মো. মোশাহিদ (২৩) কে আটক করা হয়। তাছাড়া অবৈধ বিস্কুট বহনকারী ট্রাকটিও (সিলেট মেট্রো-ড-১১-০২৯৭) জব্দ করে পুলিশ।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন এসএমপি দক্ষিণ সুরমা থানার ওসি (তদন্ত) সুমন কুমার চৌধুরী।

You might also like