সিলেটে সড়ক-মহাসড়কগুলো যেন মরণ ফাঁদ!
চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী
সিলেট থেকেঃ সিলেটে সড়ক-মহাসড়গুলো দিন-দিন মৃত্যুর ফাঁদ হয়ে ওঠার ঘটনা নতুন নয়। তবে শঙ্কার বিষয় হলো এই মৃত্যু ফাঁদ বন্ধ না হয়ে প্রতিনিয়ত বেড়েই চলেছে। এর খেসারত দিচ্ছে সাধারণ মানুষ। মুহূর্তেই তাজা প্রাণ ঝরে যায় সড়কে। শনিবারও এমন মৃত্যুর খবর পাওয়া গেছে।সিলেট-জকিগঞ্জ সড়কে দুর্ঘটনায় নিহত-আহতদের তালিকা দিন দিন দীর্ঘ হচ্ছে। কলেজ ছাত্র মুক্তার হোসেন লাল, রং মিস্ত্রি ইমন আহমদ, সংবাদকর্মী রেদোয়ান মাহমুদ চৌধুরীর মৃত্যুর ক্ষত মেটার আগেই এবার সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন জকিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী ও কলেজ ছাত্র সায়ান হাবীব জুয়েল (২৪)।জানা যায়, গত ২৭ অক্টোবর শেওলা-জকিগঞ্জ সড়কের ঈদগাহ বাজারে ব্যাটারিচালিত একটি রিকশার সাথে মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হন বীরশ্রী ইউনিয়নের মৃত আব্দুর রহিম মেম্বারের ছোট ছেলে কলেজ ছাত্র সায়ান হাবীব জুয়েল। এরপর তাকে সিলেটের হাসপাতালে চিকিৎসা দিয়ে শারীরিক পরিস্থিতির অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা গ্রিনরোডের একটি হাসপাতালে নিয়ে যান পরিবারের লোকজন। কিন্তু ১০ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে শনিবার রাত ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সায়ান হাবীব জুয়েল।
এদিকে, রোববার দুপুর ২টায় বিরশ্রী ইউনিয়নের পিয়াইপুর স্কুল মহল্লা জামে মসজিদের সামনে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।অপরদিকে, ৪ নভেম্বর শুক্রবার বিকাল সাড়ে ৩ টায় জৈন্তাপুর উপজেলার সিলেট-তামাবিল মহাসড়কের সালিরপুল নামক স্থানে সড়ক দুর্ঘটনায় মামুনুর রশিদ মামুন (১৮) নামে এক যুবক নিহত হয়েছেননিহত মামুন জৈন্তাপুর উপজেলার হেমু মাঝপাড়া গ্রামের মৃত তজ্জমুল আলীর ছেলে। আহতরা হলেন, একই গ্রামের জবেদ আলীর ছেলে কাওছার আহমদ (১৮) ও সোয়াব আলীর ছেলে আনিছুর রহমান (২০)।