সিলেটে ৫.৫ মাত্রার ভূমিকম্প জনজীবনে প্রচন্ড আতঙ্ক
চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী
সিলেট থেকেঃ সিলেটে প্রচন্ড ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে ভূমিকম্পে কোনো ধরণের ক্ষয়ক্ষতির না হলেও হাট-বাজারের জনসাধারণ এবং বাসা-বাড়ি, অফিস-আদালতের মানুষদের মাঝে দেখা গেছে চরম আতংক। ১৪ আগস্ট সোমবার রাত আটটা ৪৯ মিনিটের সময় এই ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পটি প্রায় ৭ সেকেন্ড স্থায়ী ছিল।এই সময়ের মধ্যে বহুতল ভবন ও বাসা-বাড়ি থেকে মানুষজন দিক-বিদিক ছুটাছুটি করতে দেখা যায়। বন্দরবাজারের একটি বহুতল টাওয়ারের জনৈক বাসিন্দা বলেন, আমি অফিস থেকে মাত্র এসে ফ্রেশ হয়ে শুয়েছিলাম। হঠাৎ করে ঝাঁকুনি টের পেয়ে বিল্ডিংয়ের নিচে নেমে আসি।জিন্দাবাজারের জনৈক বাসিন্দা জানান, ‘ভূমিকম্প শুরু হওয়ার লগে লগে আমি কিলা যে বারইছি কইতাম পারি না। তাড়াহুড়া করি উদলা গতরে (খালি গাঁয়ে) বারইছি। যে ঝাঁকড়া দিছে, মনে করছি অউ মনে হয় শেষ।মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সিলেট জেলার কানাইঘাট উপজেলা সদর থেকে ৭ কিলোমিটার দূরে পূর্বদিকে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৫।ভূমিকম্পটি বাংলাদেশ ছাড়াও ভারত, মিয়ানমার ও ভূটানে অনুভূত হয়। প্রাথমিকভাবে ভূমিকম্পে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।