সিলেটে ৭ জনের সুস্থতার দিনে ১ মৃত্যুসহ দ্বিগুণ করোনা শনাক্ত

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট থেকেঃ সিলেটে ফের বাড়ছে করোনা ভাইরাসের দাপট। গত ২৪ ঘন্টায় এ বিভাগে করোনা থেকে ৭ জন সুস্থ হলেও এই সময়ে আক্রান্ত হয়েছেন আরও ১৪ জন। শুধু তাই নয় একই সময়ে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু ঘটেছে ১ জনের। ১১ দিন পর করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু হলো। এর আগে ৩ অক্টোবর করোনায় আক্রান্ত হয়ে সিলেটে একজনের মৃত্যু হয়েছিল।শুক্রবার বিকেলে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের করোনা-সংক্রান্ত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।এ নিয়ে সিলেট বিভাগে করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল ১ হাজার ২৫৮। এদিকে গত ২৪ ঘণ্টায় ১২৮ জনের নমুনা পরীক্ষা করে ১৪ জনের শরীরে করোনা ধরা পড়েছে। শনাক্ত ১০ দশমিক ৯৪ শতাংশ।বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হওয়া ১৪ জনের সবাই সিলেট জেলার বাসিন্দা। এ নিয়ে বিভাগে এখন পর্যন্ত করোনা শনাক্তের সংখ্যা দাঁড়াল ৬৮ হাজার ১০০। বিভাগে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭ জন। এ নিয়ে বিভাগে করোনায় আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়েছেন ৬৬ হাজার ৫০০ জন। এ ছাড়া করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তিও সিলেটের বাসিন্দা।সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক হিমাংশু লাল রায় জানান, করোনার সংক্রমণ রোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এ জন্য জনসাধারণকে ঘরের বাইরে মাস্ক ব্যবহারের পাশাপাশি সাবান দিয়ে বারবার হাত ধোয়া ও সামাজিক দূরত্ব মেনে চলার আহ্বান জানান তিনি।

You might also like