সিলেটের মাঠে ঈগলকে হারিয়ে প্লে-অফে আবাহনী

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট থেকেঃ ঢাকার ফুটবলের অন্যতম পরাশক্তি আবাহনীর গেল মৌসুমটা তেমন ভালো যায়নি।ক্লাবের শো-কেসে যুক্ত হয়নি নতুন কোন ট্রফিও। গত মৌসুমে প্রিমিয়ার লিগে দ্বিতীয় স্থানে থেকে শেষ করে আবাহনী; স্বাধীনতা কাপে যাত্রা থামে সেমিফাইনালে। আর ফেডারেশন কাপে তারা হয় রানার্সআপ। গেল মৌসুমের ব্যর্থতা ঝেড়ে ফেলে এ বছর জেগে ওঠতে প্রত্যয়ী আবাহনী। সেই প্রত্যয়ের শুরুতেই ঢাকার ক্লাবটির সামনে ছিল এএফসি কাপের বাছাই। মালদ্বীপের ক্লাব ঈগলের বিপক্ষে সেই বাছাইয়ে প্রত্যাশার জয়ই পেয়েছে মারিও লেমোসের শিষ্যরা।সিলেট জেলা স্টেডিয়ামে বুধবার বিকেল সোয়া ৩টায় শুরু হওয়া ম্যাচে ঈগলকে ১-২ গোলে হারিয়েছে আবাহনী। এই জয়ে প্লে-অফ খেলা নিশ্চিত হলো রহমত মিয়াদের।প্রথমার্ধে ১-০ শূন্য গোলে এগিয়ে থাকা আবাহনী দ্বিতীয়ার্ধে গোল খেয়ে বসে। শেষমুহূর্তে এসে দারুণ হেডে গোল করে আবাহনীকে জয় এনে দেন ডিফেন্ডার মিলাদ সোলায়মানি।শেষ বাঁশি বাজার পর ঈগলের কোচ, কোচিং স্টাফ ও খেলোয়াড়দের ক্ষোভ ঝাড়তে দেখা যায়। চতুর্থ রেফারির সঙ্গে কিছুক্ষণ রাগান্বিতভাবে কথা বলতে দেখা যায় কোচ শিয়াজ মোহাম্মদকে।এ ম্যাচের জয়ে প্লে-অফ নিশ্চিত করেছে ঢাকা আবাহনী। এএফসি কাপে আগামী ২২ আগস্ট তাদের পরের ম্যাচ। নেপালের মাচিন্দ্রা ও ভারতের মোহনবাগান সুপার জায়ান্টসের মধ্যকার ম্যাচের বিজয়ী দলই হবে আবাহনীর প্রতিপক্ষ।

You might also like