সিসিক নির্বাচন: ইভিএম-এ স্বস্তি
চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী
সিলেট থেকেঃ ইভিএম নিয়ে নানা জটিলতার আশঙ্কা ছিল। বিশেষ করে গতি কম, মেশিন ঠিকমতো কাজ করেনা, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে বিরক্ত হয়ে কেন্দ্র ত্যাগ ইত্যাফষ-ইত্যাদি। তবে ২১ জুন বুধবার সিসিক নির্বাচনে কয়েকটি কেন্দ্রের ভোট দিয়ে ফেরত যাওয়ার মুখে গণমাধ্যমকর্মীদের সাথে আলাপ হয় বেশ কয়েকজন ভোটারের। তাদের প্রায় সবাই বলেছেন, খুব সহজে এবং ঝামেলামুক্তভাবেই তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।সকাল সাড়ে ১০টার দিকে নগরির ৫নং ওয়ার্ডের ইলেক্ট্রিক সাপ্লাই রোডের শাইনিং স্টেপস স্কুল কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেছেন দু’জন ভোটার।তারা জানালেন, ইভিএম মেশিন নিয়ে নানা গালগপ্প শুনেছি। তবে আমরা এসব কিছুই দেখিনি।বেশ ভালোভাবে এবং মাত্র কয়েক মিনিটের মধ্যে ভোট দিয়ে ফিরলাম। প্রায় একই অনুভূতি ব্যক্ত করলেন আম্বরখানা কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের জনৈক ভোটার।
মোটামুটি সিলেটে ইভিএম-এর বদনাম অনেকটাই ঘুচবে বলে মনে করছেন সচেতন মহল।