সিসিক নির্বাচন:মেয়র প্রার্থী কুটু নির্বাচনী ইশতেহার ঘোষণা

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট থেকেঃ সিসিক নির্বাচনের স্বতন্ত্র মেয়র প্রার্থী আব্দুল হানিফ কুটু নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। ১৭ জুন শনিবার নগরির টিলাগড়স্থ নিজ বাসভবনে সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন।সংবাদ সম্মেলনে আব্দুল হানিফ কুটু ১৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করে বলেন, নগরবাসীর সহযোগিতা ও পরামর্শে আমি এই নগরকে জলাবদ্ধতা ও দুর্নীতিমুক্ত একটি স্মার্ট, জনবান্ধব নগর হিসেবে গড়তে চাই।তিনি তার নির্বাচনী ইশতেহারে নগরির পয়ঃনিষ্কাশন ও সৌন্দর্য্যবর্ধনকে অগ্রাধিকার দেন। পর্যায়ক্রমে তিনি নগরির জলাবদ্ধতা নিরসন ও মশক নিধন, বিশুদ্ধ পানীয় ও জল নিশ্চিতকরণ, স্বাস্থ্যসেবা, বর্জ্য ব্যবস্থাপনা, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, বাসস্থান, খেলাধুলা ও বিনোদন, ট্রাফিক ও যানজট নিরসন, পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন, কর্মসংস্থান, স্মার্ট নগরির নাগরিক সেবা নিশ্চিতকরণ, গণমাধ্যম কর্মীদের সার্বিক উন্নয়নে সহযোগিতা, ঐতিহ্য ও সংস্কৃতি, কৃষ্টি ও মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ ও আগামী প্রজন্মের কাছে তুলে ধরার জন্য যাদুঘর ও আর্ট গ্যালারি স্থাপনের উদ্যোগ গ্রহণ উপরও গুরুত্বারোপ করেন।

নির্বাচনী ইশতেহার পেশকালে প্রথমেই তার রাজনৈতিক ও ব্যক্তিজীবন তুলে ধরে বলেন, আমি সিলেট নগরির টিলাগড়ের ঐতিহ্যবাহী পরিবারের সন্তান। নগরবাসীর সাথে আমার সুখ-দুঃখ জড়িত। আমি ১৯৮৬ সালে সৈয়দ হাতিম আলী উচ্চবিদ্যালয় থেকে এসএসসি ও মুরারিচাঁদ কলেজ (এমসি) থেকে এইচএসসি পাশ করি। তার পূর্বে আমি কলেজ ছাত্রসংসদ নির্বাচনে ভিপি নির্বাচিত হই।আব্দুল হানিফ কুটু বলেন, সকলের সহযোগিতায় আমি নির্বাচিত হলে এই সিটিকে তার ঐতিহ্য, কৃষ্টি, সংস্কৃতি ও আধুনিকতার সমন্বয়ে বিশ্বমানের বাসযোগ্য একটি নগরি হিসেবে গড়ে তুলবো।সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মো. দিলওয়ার হোসেন, মো. নূরুল হক, মো. এনামুল হক, তারেক আহমদ, আবুল খায়ের, মুসা রেজা চৌধুরী, হুমায়ূন মজিদ টিটু, সামছুল আহমদ, আব্দুল হামিদ, জৌলুস চৌধুরী প্রমুখ।

You might also like