সীমান্ত সম্মেলনে যোগ দিতে ৬ সদস্যের বিএসএফ’র প্রতিনিধি দল দেশে
নিউজ ডেস্ক
সত্যবাণী
ব্রাহ্মণবাড়িয়া: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) মহাপরিচালক পর্যায়ে সীমান্ত সম্মেলনে যোগদানের জন্যে চার দিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে এসেছেন বিএসএফের মহাপরিচালক শ্রী রাকেশ আস্তানা।বুধবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর হয়ে তিনি বাংলাদেশে প্রবেশ করেন।এসময় দুই দেশের শূন্যরেখায় বিএসএফ মহাপরিচালকসহ চার সদস্যের প্রতিনিধি দলকে স্বাগত জানান বিজিবির ব্রাহ্মণবাড়িয়া সরাইল উত্তর-পূর্ব অঞ্চলের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. জাকির হোসেন।এসময় কুমিল্লার সেক্টর কমান্ডার কর্নেল এবিএম মহিউদ্দিন, সরাইল-২৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ইবাল হোসেনসহ বিজিবির উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিএসএফ মহাপরিচালক সীমান্ত থেকে সড়ক পথে এসে ব্রাহ্মণবাড়িয়া সুলতানপুর-৬০ বিজিবি ব্যাটালিয়ন পরিদর্শন করেন। পরে সেখান থেকে হেলিকপ্টারে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেন।বিজিবি সূত্র জানায়, ঢাকায় বিজিবি সদরদফতর পিলখানায় দুই দেশের মহাপরিচালক পার্যায়ে সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হবে। মহাপরিচালক পর্যায়ের বৈঠকে সীমান্ত হত্যা বন্ধ, চোরাচালান ও মাদকের অনুপ্রবেশ ঠেকানোর বিষয়ে আলোচনা হবে। বৈঠকে বাংলাদেশ-ভারত সীমান্তে দুই দেশের যৌথ টহল জোরদারসহ বিভিন্ন বিষয় স্থান পাবে। আগামী ১৯ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন ইস্যু নিয়ে দ্বিপাক্ষিক এই সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে বাংলাদেশের পক্ষে মহাপরিচালকসহ ১৩ সদস্যের প্রতিনিধি দল এবং ভারতের পক্ষে মহাপরিচালকসহ ৬ সদস্যের প্রতিনিধি দলের যোগ দেওয়ার কথা রয়েছে বলে বিজিবি সূত্র নিশ্চিত করেছে।