সুনামগঞ্জ জেলা সিএনজি চালিত অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের ত্রি বার্ষিক নির্বাচন আজ শনিবার

শামীম আহমদ তালুকদার
সত্যবাণী

সুনামগঞ্জ থেকেঃ সুনামগঞ্জের ছাতকে শেষ সময়ে জমে উঠেছে সিএনজি চালিত অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন রেজি: নং-১৬৯৩/৯৩ এর ত্রি বার্ষিক নির্বাচন। শনিবার (আজ) সকাল ৮ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উপজেলার গোবিন্দগঞ্জ এলাকার ছায়মা শাদীমহল ও তানজিনা কমিউনিটি সেন্টারে ভোট গ্রহন অনুষ্টিত হবে। নির্বাচনে সভাপতি পদে লড়ছেন সাবেক সভাপতি আপ্তাব উদ্দিন ও সাবেক কোষাধ্যক্ষ সোহেল মিয়া। ভোটার রয়েছেন প্রায় তিন হাজার।তবে বিগত নির্বাচন গুলো থেকে এবারের নির্বাচন একটু ভিন্ন। প্রার্থীরা ব্যস্ত চলছে শেষ মুহুর্তের প্রচার ও প্রচারনায়।পোষ্টার ব্যানার ও ফেষ্টুনে ছেয়ে গেছে গোটা উপজেলা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত প্রার্থীরা ভোটারদের দ্বাওে দ্বারে ভোট প্রার্থনা করছেন। উপজেলার বিভিন্ন হাট বাজারে চায়ের দোকান ও সি এন জি ষ্টেশন গুলোতে চলছে নির্বাচনি শেষ মুহর্তের আলোচনা।

এ বিষয়ে সুনামগঞ্জ জেলা সিএনজি চালিত অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন রেজি: নং-১৬৯৩/৯৩ এর সাবেক সভাপতি আপ্তাব উদ্দিন জানান, বিগত দিন গুলোতে শ্রমিকদের কল্যাণে কাজ করেছেন তিনি। কাজেই তার বিশ্বাস চাকা প্রতীকে ভোট দিয়ে পুনরায় তাকে নির্বাচিত করবেন শ্রমিকরা। নতুন সভাপতি প্রার্থী ও সাবেক ৩ বারের নির্বাচিত কোষাধ্যক্ষ সোহেল মিয়া জানান, শ্রমিকরা পরিবর্তন চায়, তাই সভাপতি পদে তিনি প্রার্থী হয়েছেন। তিনি শ্যমিকদের কল্যানে কাজ করছেন। তাই চেয়ার প্রতীকে ভোট দিয়ে তাকে নির্বাচিত করবেন শ্রমিকরা। এ বিষয়ে সুনামগঞ্জ জেলা সিএনজি চালিত অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন রেজি: নং-১৬৯৩/৯৩ এর প্রধান নির্বাচন কমিশনার মুজিবুর রহমান জানান, সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভোট গ্রহণ করতে সকল প্রস্তুতি নেয়া হয়েছে।

You might also like