সুনামগঞ্জ-নেত্রকোনা উড়াল সড়কের কাজ চলতি মাসেই শুরু হচ্ছে:পরিকল্পনামন্ত্রী
চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী
সিলেট থেকেঃ পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, আমি শেখ হাসিনার একজন উন্নয়নকর্মী। প্রধানমন্ত্রী আমাকে উন্নয়নের জন্যই এ জায়গায় এনেছেন। তিনি আমাকে বলেছেন আপনি হাওরের সন্তান। হাওরের জন্য কাজ করুন। তার নির্দেশে শুধু হাওরাঞ্চল নয় পুরো বাংলাদেশের জন্য কাজ করার সুযোগ পেয়েছি। মানুষের জীবনমান উন্নয়নে জীবনের শেষদিন পর্যন্ত কাজ করে যেতে চাই।১৫ নভেম্বর মঙ্গলবার দুপুরে শান্তিগঞ্জ উপজেলা আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী বলেন, শেখ হাসিনার নেতৃত্বে সুনামগঞ্জে সিলেট বিভাগের সবচেয়ে দীর্ঘ রানীগঞ্জ সেতু বাস্তবায়ন হয়েছে। যার বদৌলতে সুনামগঞ্জের সাথে ঢাকার দূরত্ব অনেকটা কমে গেছে। শুধু রানীগঞ্জ সেতুই নয় সুনামগঞ্জ থেকে নেত্রকোনা পর্যন্ত উড়াল সড়কের কাজ এ মাসেই শুরু হবে। সুনামগঞ্জে বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, টেক্সটাইলসহ বড় বড় স্থাপনার কাজ চলমান। সুনামগঞ্জে রেল লাইন আসবে। তাই উন্নয়নের অগ্রযাত্রা বজায় রাখতে শেখ হাসিনার সাথে থাকতে হবে, আ’লীগের সাথে থাকতে হবে। আমার বিশ্বাস সকল ষড়যন্ত্র প্রতিহত করে জনগণ শেখ হাসিনার সাথেই থাকবে।উপজেলা আ’লীগ সভাপতি হাজী আব্দুল হেকিমের সভাপতিত্বে ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন আ’লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী নুরুল ইসাম নাহিদ এমপি। বিশেষ অতিথি ছিলেন সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, সুনামগঞ্জ-৫ আসনের এমপি মুহিবুর রহমান মানিক, এ্যাডভোকেট শামীমা আক্তার খানম এমপি, জেলা আ’লীগ সভাপতি আলহাজ্ব মতিউর রহমান ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন, যুগ্ম-সাধারণ সম্পাদক হায়দার চৌধুরী লিটন, সাংগঠনিক সম্পাদক সিরাজুর রহমান সিরাজসহ কেন্দ্রীয় ও জেলা আ’লীগ নেতৃবৃন্দ।এ রিপোর্ট লেখা পর্যন্ত সম্মেলনের কার্যক্রম চলছিল।