সুনামগঞ্জে করোনা ভ্যাকসিন গ্রহণে রেজিস্ট্রেশন করতে স্বাস্থ্য বিভাগের প্রচারণা
শামীম আহমদ তালুকদার
সত্যবাণী
সুনামগঞ্জ থেকেঃ করোনা ভ্যাকসিন গ্রহণের জন্য সুরক্ষা অ্যাপে রেজিস্ট্রেশন করার জন্য সাধারণ মানুষকে উদ্ধুদ্ধ করতে সুনামগঞ্জে প্রচারণা শুরু করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। আজ বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জ শহরের আলফাত স্কয়ার থেকে লিফলেট বিতরণের মাধ্যমে প্রচারণার উদ্বোধন করেন সিভিল সার্জন ডা. সামছ উদ্দিন।শহরের পৌরবিপনী, দোজা মার্কেটসহ ট্রাফিক পয়েণ্টের আশপাশ এলাকার ব্যবসা প্রতিষ্ঠান, পথচারী, বিভিন্ন যানবাহনের চালক-যাত্রী ও সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয় এবং করোনা ভ্যাকসিন গ্রহণের জন্য সুরক্ষা অ্যাপে রেজিস্ট্রেশন করতে অনুরোধ জানানো হয়।
লিফলেট বিতরণকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. রফিকুল ইসলাম, সিভিল সার্জন কার্যালয়ের শিক্ষা ও স্বাস্থ্য কর্মকর্তা ওমর ফারুক প্রমুখ।