সুনামগঞ্জে কোটি টাকার অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট থেকেঃ সুনামগঞ্জের শান্তিগঞ্জে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে প্রায় ১ কোটি টাকার অবৈধ কারেন্ট জাল ও চায়না দুয়ারি জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
শান্তিগঞ্জ থেকে সংবাদদাতা জানান, ২৮ আগস্ট সোমবার বিকেলে উপজেলার জয়কলস ইউনিয়নের নোয়াখালী বাজারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সকিনা আক্তারের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।অভিযানে বাজারের বিভিন্ন দোকান থেকে ১০০ বস্তা কারেন্ট জাল জব্দ করা হয়। যার পরিমাণ প্রায় ৪ হাজার কেজি এবং আনুমানিক বাজার মূল্য প্রায় ১ কোটি টাকা। এরপর জব্দকৃত চায়না দুয়ারি ও কারেন্ট জাল বাজারের পাশের মাঠে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শান্তিগঞ্জের ইউএনও আনোয়ার-উজ জামান, এসি (ল্যান্ড) সকিনা আক্তার, মৎস্য কর্মকর্তা আলমগীর হোসেন, নোয়াখালী বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি রুকনুজ্জামান রুকনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।এ ব্যাপারে ইউএনও আনোয়ার উজ জামান বলেন, মৎস্য সম্পদ রক্ষায় অবৈধ জালের ব্যবহার বন্ধে আমাদের চলমান অভিযান অব্যাহত থাকবে।

You might also like