সুনামগঞ্জে গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিদ্বগ্ধ নারীর মৃত্যু

শামীম আহমদ তালুকদার
সত্যবাণী

সুনামগঞ্জ থেকেঃ সুনামগঞ্জ পৌরসভার মল্লিকপুর এলাকায় এক বাসায় গ্যাস সিলিন্ডার থেকে আগুন লেগে অগ্নিদ্বগ্ধ ঐ নারী চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। নিহত ঐ নারীর নাম ঝর্ণা চৌধুরী(৪৫)। তিনি পৌরসভার মল্লিকপুর এলাকায় বাসিন্দা বিভু ভূষন চৌধুরীর সহধর্মিনী।বৃহস্পতিবার রাতে বাসার গ্যাস সিলিন্ডার থেকে আগুন বের হয়ে তার কাপড়ে লেগে নিমিষেই পুরো শরীরে ছড়িয়ে পড়ে। তিনি অল্প সময়ে অগ্নিদ্বগ্ধ হয়ে গুরুতর আহত হন। তাৎক্ষনিক তাকে গুরুতর আহত অবস্থায় সুনামগঞ্জ জেলা সদর হাসাপালে নিয়ে আসলে নারীর অবস্থা আরো আশংঙ্কাজনক হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা নিয়ে দ্রুত সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন কর্তব্যরত ডাক্তার। তার শরীরের ৮০ শতাংশ পুড়ে যায়।

তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার ভোররাতে তিনি মারা যান। তবে গ্যাস সিলিন্ডার থেকে কিভাবে ঐ নারীর শরীরে আগুন লাগে সেই বিষয়টি নিশ্চিত করে কেহ বলতে পারছেন না। তবে গৃহিনীর পারিবারিক সূত্রে বরাদ দিয়ে পুলিশ জানায় নিহত এই নারী মানসিকভাবে অসুস্থ থাকায় তিনি নিজেই তার শরীরে আগুন লাগিয়েছেন বলে জানা যায়। তরে আজ শুক্রবার দুপুরে তার লাশ সিলেট থেকে সুনামগঞ্জে আনা হচ্ছে। অগ্নিদ্বগ্ধ হয়ে মৃত্যুবরণকারী ঐ নারী পেশায় একজন গৃহিনী।এ ব্যাপারে সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. শহিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,ঐ নারী মানসিকভাবে অসুস্থ ছিলেন বলে তার পরিবার সূত্রে জানতে পেরেছেন।

You might also like