সুনামগঞ্জে দুই দিনের বাস ধর্মঘট চলছে, চরম দুর্ভোগ যাত্রীরা
শামীম আহমদ তালুকদার
সত্যবাণী
সুনামগঞ্জ থেকেঃ চার দফা দাবিতে সুনামগঞ্জে দুইদিনের বাস ধর্মঘট চলছে। আজ শুক্রবার সকাল থেকে আগামীকাল শনিবার সন্ধ্যা পর্যন্ত সুনামগঞ্জ জেলা পরিবহন মালিক ও শ্রমিক সমিতির ডাকে সকাল ৬ টা থেকে এই ধর্মঘট পালিত হচ্ছে । এতে চরম দুর্ভোগে পড়েছেন সিলেটসহ বিভিন্ন অঞ্চলে আসাযাওয়া যাত্রীরা।সুনামগঞ্জ জেলা পরিবহন মালিক ও শ্রমিক সমিতির দাবি অনুযায়ী, তাদের চার দফা দাবির মধ্যে সুনামগঞ্জ-সিলেট সড়কের লামাকাজি সেতুতে বাসের টোল প্রত্যাহার, ব্যাটারি চালিত অটোরিকশা, নিবন্ধনহীন সিএনজি বন্ধ, বিআরটিসি বাস বন্ধ ও সুনামগঞ্জ বাস টার্মিনাল সংস্কার করে আধুনিকায়নের দাবিতে এই ধর্মধটের ডাক দেয়া হয়েছে ।সুনামগঞ্জ জেলা বাস মালিক গ্রুপের সভাপতি মো. মোজাম্মেল হক ধর্মঘটের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, চার দফা দাবিতে আজ শুক্রবার ও আগামীকাল শনিবার তাদের বাস ধর্মঘট চলছে।