সুনামগঞ্জে বিনা ধানের মাঠ দিবস অনুষ্ঠিত
শামীম আহমদ তালুকদার
সত্যবাণী
সুনামগঞ্জ থেকেঃ বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা)’র উদ্যোগে ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণে তিন ফসলভিত্তিক ফসল বিন্যাস উদ্ভাবন ও সম্প্রসারণের লক্ষ্যে রবি মৌসুমে বিনা খেসারী-১ এর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার বিকেলে সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের কোনাগাঁও গ্রামে এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়।মাঠ দিবসের সভায় সুনামগঞ্জের বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উপকেন্দ্র ভারপ্রাপ্ত বৈজ্ঞানিক কর্মকর্তা আব্দুর রাকিবের সভাপতিত্বে এতে ভার্চুয়ালী প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা)’র মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা সালাহ উদ্দিন টিপু, বিনা’র উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এ.এফ.এম ফিরোজ হাসান, উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শামীমা বেগম, উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা মো. মহসীন আলী সরকার, বৈজ্ঞানিক কর্মকর্তা মাহবুব করীম।
এছাড়াও সভায় বক্তব্য রাখেন কৃষি উপ-সহকারী কর্মকর্তা বিকাশ কুমার তালুকদার, স্থানীয় কৃষক কামাল হোসেন, মো. সাজিদ মিয়া, মো. সুরুজ আলী। সভা সঞ্চালনা করেন বিনা উপকেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা মাহবুবুর রহমান। মাঠ দিবসের অনুষ্ঠানের আগে বিনা’র খেসারী-১ এর মাঠ প্রদর্শনী ফসল পরিদর্শন করেন কর্মকর্তাগণ।