সুনামগঞ্জে যুবদল, সেচ্ছাসেবক দল ও ছাত্রদলের মিছিল

শামীম আহমদ তালুকদার
সত্যবাণী

সুনামগঞ্জ থেকেঃ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে গণতান্ত্রিক সরকার কর্তৃক সারাদেশে নির্বিচারে মানুষ হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।আজ শনিবার দুপুরে (২৭মার্চ) সুনামগঞ্জ জেলা যুবদল, সেচ্ছাসেবক দল, ছাত্রদলের যৌথ আয়োজনে সুনামগঞ্জ শহরের পুরাতন বাসস্ট্রেশন জেলা বিএনপি’র কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হলেই কার্যালয়ের সামনেই পুলিশ বাঁধা দেয়। পরে নেতাকর্মীরা কার্যালয়ের সামনেই প্রতিবাদ সমাবেশ করেন।জেলা যুবদলের সভাপতি আবুল মনসুর শওকতের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাড.মামুনুর রশিদ কয়েসের পরিচালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক তোফাজ্জল হোসেন, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু,জেলা সেচ্ছাসেবক দলের সহ সভাপতি ইকবাল হোসেন, মোস্তাক আহমেদ, সুহেল মিয়া, সাধারণ সম্পাদক মনাজ্জির হোসেন, সদর যুবদলের আহবায়ক মুমিনুল হক কালারচান, পৌর যুব দলের আহবায়ক আজিজুর রহমান সৌরভ, কেন্দ্রীয় ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক রায়হান উদ্দিন, জেলা ছাত্রদলের আহবায়ক জাহাঙ্গীর আলম প্রমুখ।সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, স্বাধীনতার ৫০ বছরে আমরা কি দেখলাম ঐ দিনে ২৫ মার্চ রাতে যখন পাক হানাদার বাহিনী ঐ দেশের মানুষের উপর গুলি চালিয়েছিল সেই একি কায়দায় আজকে বাংলাদেশের মানুষের বুকে গুলি চালিয়েছে হানাদার বাহিনী। আমরা বলতে চাই বাংলাদেশ দেখেছে রক্তাত ৫০ বছর, সুবন্তজয়ন্তী দেখেনি।

You might also like