সুনামগঞ্জে ২৫ জন যাত্রী নিয়ে বাস নিয়ন্ত্রন হারিয়ে খালে- ডুবুরি দলের উদ্ধার তৎপরতা স্থগিত

শামীম আহমদ তালুকদার
সত্যবাণী

সুনামগঞ্জ থেকেঃ সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের জানিগাওঁ এলাকায় একটি যাত্রীবাহি বিরতিহীন বাস নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার বামপাশে গভীর খালে পড়ে আজ মঙ্গলবা সকালে সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের জানিগাঁও এলাকায় এ দূর্ঘটনা ঘটে।জানা যায়, ১৫জন যাত্রী গাড়ির ভিতরে আটকা পড়েছে এমন তথ্যর ভিত্তিতে সিলেট থেকে এসে ডুবুরি দল উদ্ধার তৎপরতা চালায়।তবে বাসের ভেতরে কোন যাত্রী পাওয়া যায়নি বলে জানা যায়।সকাল ১০টা ২০মিনিটে গেইটলক বাসটি সিলেট থেকে ২৫ জন যাত্রী নিয়ে সুনামগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা দেয়। সুনামগঞ্জ সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের জানিগাঁও এলাকায় আসামাত্র বাসটি নিয়ন্ত্রন হারিয়ে পার্শ্ববর্তী খালে পড়ে তলিয়ে যায়।

এ সময় বাসের ভেতরে থাকা ৭ জন যাত্রী তীরে উঠতে সক্ষম হলে ও বাকি যাত্রীরা গাড়ির ভেতরে আটকা পড়ে রয়েছেন বলে সুনামগঞ্জ ফায়ার সার্ভিস সূত্রে জানায়।তবে দু’ঘন্টার উদ্ধার চেষ্টা করে কোন যাত্রী গাড়ির ভেতওে পাওয়া যায়নি বলে জানা গেছে।খবর পেয়ে তাৎক্ষণিক সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ,পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান,সদর উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন নাহার রুমা,পৌরসভার মেয়র নাদের বখত ঘটনাস্থলে পৌছেছেন।এ ব্যাপারে সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মোঃ শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান সিলেট থেকে ডুবুরি দল সুনামগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে।

You might also like