সুনামগঞ্জের টিকাদান কেন্দ্রগুলোতে মানুষের উপচে পড়া ভিড়
শামীম আহমদ তালুকদার
সত্যবাণী
সুনামগঞ্জ থেকেঃ সুনামগঞ্জে কোভিডের টিকাদানে সাধারন মানুষের আগ্রহ কম থাকলেও এখন টিকাদান কেন্দ্রগুলোতে মানুষের উপচে পড়া ভীড় শুরু হয়ে গেছে।আজ বৃহস্পতিবার সকাল থেকে এ কার্যক্রম শুরু হয়েছে।সুনামগঞ্জ সদর হাসপাতালে সামাজিক দূরত্ব না মেনেই লোকজন টিকা নিচ্ছেন।তবে জটিল নিবন্ধন প্রক্রিয়ার কারণে গ্রামের কেন্দ্রগুলোতে সাধারণ মানুষের টিকা নিতে কিছুটা সমস্যা হচ্ছে।জেলার ১১ টি উপজেলা আজ দুপুর ১টা পর্যন্ত পর্যন্ত নিবন্ধন করেছেন ৭৫ হাজার ৩২৮ জন নারীপূরুষ। তাদের মধ্যে চীনের সাইনো ফার্মের টিকা নিয়েছেন ৫ হাজার ৩৯৪ জন।আজ করোনা পজেটিভ হয়েছেন ৬৫ জন ও জেলার বিশ্বম্ভরপুর উপজেলায় করোনা ভাইরাসে একজনের মৃত্যু হয়েছে।এ ব্যাপারে সিভিল সার্জন ডা. মো. শামস উদ্দিন জানান, সরকার বিদেশ থেকে টিকা সংগ্রহ করছেন তাই সবাইকে টিকা নেয়ার আহবান জানিয়ে বলেন টিকা নেওয়ার পরও সবাইকে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী মাস্ক ব্যবহার করতে হবে।