সুনামগঞ্জের যাদুকাটা নদীতে যাদুকাটা-১ নিয়ে ইজারাদারদের সাথে বিজিবি’র সাথে সীমানা বিরোধের নিস্পত্তি

শামীম আহমদ তালুকদার
সত্যবাণী

সুনামগঞ্জ থেকেঃ সুনামগঞ্জের সীমান্তবর্তী তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীতে যাদুকাটা -০১ নিয়ে সর্বোচ্চ দরদাতা হিসেবে মেসার্স নিলম এন্টারপ্রাইজ ও মেসার্স আজাদ হোসেন গ্রুপ ইজারাদারদের সাথে সুনামগঞ্জে ২৮ বর্ডারগার্ড (বিজিবি)’র সীমানা বিরোধের নিস্পত্তি হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন ও ২৮ বর্ডারগার্ড বিজিবি’র সুনামগঞ্জ অঞ্চলের অধিনায়ক লেঃ কর্ণেল মাহবুবুর রহমান যাদুকাটা নদীতে গিয়ে সার্ভেয়ারের মাধ্যমে সীমানা নির্ধারন করে দেন। এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বিজন কুমার সিংহ, তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হার কবির, যাদুকাটা নদীর ইজারাদার বিশিষ্ঠ ব্যবসায়ী মো. জিয়াউল হক, ব্যবসায়ীক পার্টনার মো. আজাদ হোসেন, ব্যবসায়ীক পার্টনার, সুনামগঞ্জ জেলা শ্রমিকলীগের সভাপতি মো. সেলিম আহমদ ও ব্যবসায়ী মো. ফরহাদ হোসেন প্রমুখ।জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন বলেন, পর্যটন খাত যাদুকাটা নদীতে যারা সরকারকে রাজস্ব দিয়ে লীজ নিয়েছেন তারা নিশ্চয়ই সরকারের নীতিমালা অনুসরণ করেই নদী শাসন করবেন। লীজ নেওয়ার পর থেকে যাদুকাটা-১ নিয়ে বিজিবি’র সাথে সীমানা নির্ধারন বিষয়ে যে জটিলতা ছিল তা বিজিবির সুনামগঞ্জ অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত রয়েছেন তাকে নিয়ে সার্ভেয়ারের মাধ্যমে সীমানা নির্ধারন জটিলতা উভয়পক্ষের উপস্থিতিতে নিরসন হওয়াতে ঐ স্থানে লাল পতাকা টাঙ্গিয়ে দেয়া হয়েছে।

You might also like