সুন্দরবন ফাউন্ডেশন ইউকে’র পক্ষ থেকে ১৫০ টি পরিবারের মাঝে ঈদ উপহার হিসাবে নগদ অর্থ বিতরণ

নিউজ ডেস্ক
সত্যবাণী

খুলনাঃ বিলেতের সনামধন্য সামাজিক সংগঠন সুন্দরবন ফাউন্ডেশন ইউকে সংগঠনের সদস্যদের নিজস্ব তহবিল থেকে করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে ঈদ উপহার হিসাবে নগদ অর্থ বিতরণ করেছে।পবিত্র মাহে রমজানের শেষ সপ্তাহে পযায়ক্রমে বিক্যাস এর মাধ্যমে সরাসরি খুলনা,সাতক্ষীরা ,নড়াইল ও নরসিংদীর বিভিন্ন এলাকার হত দরিদ্র ১৫০ পরিবারের মাঝে এ নগদ অর্থি বিতরণ করা হয়।সুবিধাভোগী মানুষের সাথে আলাপ করলে তারা বলেন,সুন্দরবন ফাউন্ডেশন ইউকে’র সম্মানিত সদস্যরা আমাদের জন্য আশির্বাদ।তারা প্রবাসে থেকেও দেশের গরীব অসহায় মানুষের জন্য ভাবে।করোনার এই ভয়াবহ মূহুর্তে আমরা কর্মহীন হয়ে পড়েছি।আমাদের হাতে যে নগদ অর্থ প্রদান করেছে সেই অর্থে আমাদের অনেক উপকার হয়েছে।আমরা সুন্দরবন ফাউন্ডেশন ইউকে ও এর সাথে সম্পৃক্ত সকলের জন্য মহান আল্লাহর কাছে দীর্ঘায়ু কামনা করছি।

দেশে করোনা মহামারী হানা দেবার শুরুতেই সুন্দরবন ফাউন্ডেশন ইউকে জরুরি ভিত্তিতে দেশের মানুষের জন্য ত্রাণ পাঠানো শুরু করে ।ইতি মধ্যে লন্ডনের কাউন্সিল কতৃক দুস্থ মানুষের জন্য গড়ে ওঠাকোভিড-১৯ ফুড হাবে ফুড সরবরাহ করেছে তারা।এ ছাড়া বর্তমান সময় সব চাইতে ঝুঁকি পূর্ণ কাজে নিয়োজিত স্বাস্থ্য কর্মীদের জন্য নিউহ্যাম ইউনিভার্সিটি হসপিটালে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে সংগঠনের পক্ষ থেকে । সুন্দরবন ফাউন্ডেশন ইউকে প্রতিবছর দেশে শীত বস্ত্র বিতরণ ও প্রাকৃতিক দুর্যোগের সময় ত্রাণ বিতরণ করে সর্ব মহলে প্রশংসিত হয়েছে।বিশ্ব করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সব ধরণের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানানো হয় সংগঠনের পক্ষ থেকে।

You might also like